X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মাইক্রোবাস-মোটরসাইকেলে এসে পথ আটকে যুবলীগ নেতাকে মারধর

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২১, ১৮:৫৩আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৯:০৫

সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত হয়েছেন মানিকগঞ্জের হাটিপাড়া ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি জালাল (৫৫)। মঙ্গলবার (২ নভেম্বর) সদর উপজেলার বরুন্ডি-মিতরা সড়কের সুরন্ডী ডায়না ইট খোলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব। আহত জালাল উদ্দিন মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নের পাওনান হাটিপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

আটকরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বংখুরি চৌকিগাটা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে কাউছার, একই এলাকার তামিম বিশ্বাস ও ডালিম বিশ্বাস। আটকদের কাছ থেকে দুইটি বড় ও একটি ছোট ছুরি, তিনটি লোহার রড়, চারটি হকস্টিক ও সাড়ে ১৬ হাজার টাকা উদ্ধার এবং সাদা রঙের একটি হায়েস গাড়ি জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪, সিপিসি-৩ এর মানিকগঞ্জ অঞ্চলের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও র‌্যাব সূত্রে জানা গেছে, সকালে সদর উপজেলার বরুন্ডি-মিতরা সড়কের সুরন্ডী ডায়না ইট খোলা সংলগ্ন এলাকায় সন্ত্রাসীরা মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে এসে হাটিপাড়া ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি জালালের গতিরোধ করে বেদম মারধর করেন। ঘটনা দেখে স্থানীয় লোকজন সন্ত্রাসীদের ধাওয়া করে। এতে মাইক্রোবাস নিয়ে পালানোর সময় মিতরা বাসস্ট্যান্ড এলাকায় এলে স্থানীয়রা তাদের আটক করে র‌্যাবকে খবর দেয়। র‌্যাব ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসসহ তাদেরকে আটক করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে জালালসহ আহত আরেকজনকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মানিকগঞ্জ সদর হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. শহিদুল আলম রানা জানান, জালাল উদ্দিনের শারীরিক অবস্থা ভালো না। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার ভাতিজা ইব্রাহিম গুরুতর আহত না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলী খান জানান, খবর পেয়ে পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। মামলার পর বাকিদেরও গ্রেফতারের চেষ্টা করবে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
হামাসের ২৫টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা
সর্বশেষ খবর
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড