X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা দিলো ৪৩৯ শিক্ষার্থী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ০১:৫৩আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০১:৫৩

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় ভুল সেটের প্রশ্নপত্রে ৪৩৯ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। রবিবার বিকালে টঙ্গিবাড়ি পাইলট গার্লস হাই স্কুল কেন্দ্রে এসএসসির ব্যবসায় শিক্ষা শাখার ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষায় এ ঘটনা ঘটে।

জানা যায়, টঙ্গিবাড়ি পাইলট গার্লস হাই স্কুল কেন্দ্রে ৩ নম্বর প্রশ্নপত্রের সেটে পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু সোনারং উচ্চ বিদ্যালয়ের ১ নম্বর প্রশ্নপত্রের সেটে পরীক্ষা নেওয়া হয়। এই কেন্দ্রে সাতটি স্কুলের ৪৩৯ শিক্ষার্থী পরীক্ষা দেয়।

স্কুলগুলো হলো বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়, টঙ্গিবাড়ি পাইলট গার্লস হাই স্কুল, সোনারং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণ ভিটা উচ্চ বিদ্যালয় ও রংমেহের উচ্চ বিদ্যালয়।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. বেনজীর আহম্মেদ বলেন, একটি কেন্দ্রে এই সমস্যা হয়েছে। কেন্দ্র সচিব ভুল করেছেন। কেন্দ্রের নাম টঙ্গিবাড়ি পাইলট গালর্স হাই স্কুল। কেন্দ্র সচিবের কাছে প্রশ্নপত্রের একাধিক সেট থাকে। যেটার এসএমএস পান সেই সেটে পরীক্ষা নেন। কেন্দ্র সচিব ভুলক্রমে ৩ নম্বর সেটের পরিবর্তে ১ নম্বর সেট দেন। ওই কেন্দ্রে পরীক্ষার্থী ৪৩৯ জন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) স্নেহাশীষ দাশ বলেন, কেন্দ্র সচিব ভুল করে কাজটি করেছেন। এক্ষেত্রে বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা বলেছে, আলাদা করে খাতা পাঠানোর জন্য। ছাত্রছাত্রীদের ফলাফলে সমস্যা হবে না। কারণ বোর্ড আলাদা করে মূল্যায়ন করবে। পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, কেন্দ্র সচিব মো. হাবিবুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। সহকারী কেন্দ্র সচিব পরবর্তীতে দায়িত্ব পালন করবেন। ৪৩৯ শিক্ষার্থী ১ নম্বর সেটে পরীক্ষা দিয়েছে। পুরো জেলায় শুধু একটি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরিব-দুঃখী মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা: নানক
গরিব-দুঃখী মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা: নানক
ছয় মাস পর এইচএসসির উত্তরপত্র বিক্রি করতে পারবেন প্রধান পরীক্ষক
ছয় মাস পর এইচএসসির উত্তরপত্র বিক্রি করতে পারবেন প্রধান পরীক্ষক
ইংল্যান্ডের ৩৩ জনের স্কোয়াডেও নেই র‌্যাশফোর্ড, স্টার্লিং
ইংল্যান্ডের ৩৩ জনের স্কোয়াডেও নেই র‌্যাশফোর্ড, স্টার্লিং
আইসিসির পরোয়ানার উদ্যোগে মিত্রদের সমর্থনে উদ্বিগ্ন ইসরায়েল
আইসিসির পরোয়ানার উদ্যোগে মিত্রদের সমর্থনে উদ্বিগ্ন ইসরায়েল
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
কাঁচা আম খেলে মিলবে এই ১০ উপকারিতা
কাঁচা আম খেলে মিলবে এই ১০ উপকারিতা