X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ডাকাতির মালামাল উদ্ধারের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ২১:৫৫আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২১:৫৫

গাজীপুরের শ্রীপুরে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গোল্ড থ্রেড পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় শ্রীপুর পৌরসভার গিলাবেড়াইদ (গড়গড়িয়া মাস্টারবাড়ী) এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, জয়দেবপুর থানার মেম্বারবাড়ী এলাকায় তাদের কারখানার মালামাল রাখার জন্য একটি গোডাউন রয়েছে। গত ২৩ নভেম্বর রাতে ওই গোডাউন থেকে মূল্যবান মেশিনসহ কাঁচামাল লুট করে ডাকাতরা। ডাকাতি হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ মালামাল উদ্ধার করতে পারেনি। মালামাল উদ্ধার না হওয়ায় কাঁচামাল সংকটে সোমবার (২৯ নভেম্বর) সকাল থেকে উৎপাদন বন্ধ রয়েছে। এতে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুর পর্যন্ত কারখানার ভেতরে শান্তিপূর্ণ অবস্থান করে বিকাল সাড়ে ৩টায় মহাসড়ক অবরোধ করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে বিকাল ৪টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন জানান, গোডাউন থেকে মূল্যবান মেশিনসহ কাঁচামাল লুট হওয়ার ঘটনায় পরদিন কারখানার পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এজাহার নামীয় এবং অজ্ঞাত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।   

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছেড়েছেন বিক্ষোভকারীরা, দাবি না মানলে সারা দেশে অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন