X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

সৈয়দ আশরাফ ছিলেন শুদ্ধ রাজনীতির পথিকৃৎ

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
০২ জানুয়ারি ২০২২, ১৯:৫৯আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ২০:৪৭

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী সোমবার (০৩ জানুয়ারি)। কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত এই নেতার মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। 

এদিন সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত সৈয়দ আশরাফুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া পারিবারিকভাবে গ্রামের বাড়ি সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়ায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন প্রয়াত সৈয়দ আশরাফের ছোটভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

তিনি বলেন, ‘সৈয়দ আশরাফ ছিলেন রাজনীতির শিক্ষক। শুদ্ধ রাজনীতির পথিকৃত। স্থানীয়ভাবে তিনি যে সহনশীল রাজনীতি করতেন, তা ছিল অনুকরণীয়। তার আদর্শ যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা ধারণ করতেন, তাহলে রাজনীতির চেহারা এতটা প্রশ্নবিদ্ধ হতো না। দুর্ভাগ্য হলো, তার আদর্শ ধারণ করে আমরা রাজনীতি করছি না।’

২০১৯ সালের ৩ জানুয়ারি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সৈয়দ আশরাফ। মৃত্যুকালে তাঁরবয়স হয়েছিল ৬৮ বছর।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, তার মৃত্যু দেশ ও কিশোরগঞ্জে বিরাট শূন্যতা তৈরি করেছে। বলতে গেলে অভিভাবকহীন হয়ে পড়েছে এখানকার রাজনীতি অঙ্গন। শুধু আওয়ামী লীগ নয়; তিনি ছিলেন দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য ও অনুসরণীয় ব্যক্তিত্ব।

সৈয়দ আশরাফ সম্পর্কে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, সৈয়দ আশরাফ সৎ ও ভালো মনের মানুষ ছিলেন। এলাকার উন্নয়ন থেকে শুরু রাজনীতিতে তিনি ছিলেন পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী, গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন মানুষ। আজকাল এমন নেতা দেখা যায় না।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল বলেন, সৈয়দ আশরাফ আমাদের শিখিয়ে গেছেন কীভাবে সততার সঙ্গে রাজনীতি করতে হয়। ব্যক্তিস্বার্থ নয় আদর্শকে ঊর্ধ্বে রেখে দেশ, এলাকা ও রাজনীতিতে ভূমিকা রেখেছেন তিনি। তা আমরা সৈয়দ আশরাফের কাছ থেকে শিখেছি। তার মৃত্যুতে রাজনীতির এক মহাতারকাকে হারিয়েছে দেশ ও রাজনীতি। তার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দলের বিভিন্ন কর্মসূচি রয়েছে।  

১৯৯৬ সালে কিশোরগঞ্জ সদর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আবারও জয়ী হন। ২০০৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। একসঙ্গে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। 

২০১৫ তাকে জনপ্রশাসনমন্ত্রী করা হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অসুস্থতার কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তারপরও নির্বাচনে জয়ী হন তিনি। বর্তমানে তার আসনের এমপি ছোটবোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড় সীমান্তে ২ বাংলাদেশিকে হত্যা: মরদেহ ফেরত দিলো বিএসএফ
পঞ্চগড় সীমান্তে ২ বাংলাদেশিকে হত্যা: মরদেহ ফেরত দিলো বিএসএফ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনের কথা ফাঁস করলেন এক ইসরায়েলি
ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনের কথা ফাঁস করলেন এক ইসরায়েলি
ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু, যা ভাবছেন বিএনপি নেতারা
ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু, যা ভাবছেন বিএনপি নেতারা
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান