X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কুমার নদ গিলে খেলো ১০ বসতবাড়ি, ঝুঁকিতে গোটা বাজার

ফরিদপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ২২:০৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২২:০৮

ফরিদপুরের কুমার নদ খননের পর থেকে পাড় ভাঙতে শুরু করেছে। এরই মধ্যে জেলার নগরকান্দায় কমপক্ষে ১০টি বসতবাড়ি নদের গর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া নগরকান্দা সরকারি এমএন অ্যাকাডেমি ভবন, থানা ভবন ও কেন্দ্রীয় কালী মন্দিরসহ পৌর বাজার ঝুঁকিতে রয়েছে।

জানা গেছে, ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ৭৫ কিলোমিটার কুমার নদের পুনঃখননের কাজ চলছে। কাজটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে বেঙ্গল গ্রুপ বাস্তবায়ন করছে। পুনঃখননের ফলে নদের পাড়ের কিছু এলাকায় ধস ও ফাটল দেখা দিয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে হঠাৎ ভেঙে পড়ে পৌর এলাকার গাংজগদিয়া গ্রামের গঙ্গা মন্দিরসহ সাত-আটটি বাড়ি। প্রায় ৫০ মিটার দূরত্ব এলাকা নিয়ে ধসে পড়েছে নদের পাড়। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

একইভাবে উপজেলার পাঁচকাইচাইল এলাকার আশরাফ মাতুব্বর ও সেলিম ব্যাপারীর বসতবাড়ি ভেঙে নদের গর্ভে বিলীন হয়েছে। এ ছাড়াও নগরকান্দা এলাকায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে, যা প্রায় ছয়-সাত ফুট দেবে গেছে। এই এলাকার নদের পাড়ের বাসিন্দারা ভাঙন আতঙ্কের মধ্যে দিন পার করছেন।

ফাটল ধরেছে অনেক বাড়িঘরে

ক্ষতিগ্রস্ত উজ্জ্বল মালো বলেন, ‘কয়েকদিন হলো ফাটল দেখা গিয়েছিল। সোমবার রাতে শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে দেখি, আমার পাশের ঘর ভেঙে নদে পড়েছে। পরিবারের সদস্যদের নিয়ে বাইরে আসি। এ সময় আমার ঘরটিও ভেঙে পড়ে।’

খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু ও সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, নদটির খনন করার নামে বালু ব্যবসা করা হচ্ছে। গভীর করে নদটি খনন করে বালু তোলার কারণে পাড় ভেঙে পড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, ‘নদের পাড়ে ফাটল হওয়ায় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। জেলা সমন্বয় সভায় এ বিষয়ে জানানো হয়েছে। পাড় রক্ষার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সরেজমিনে লোক পাঠিয়েছি। সমাধানের চেষ্টা চলছে।’

/আরকে/এফআর/
সম্পর্কিত
মেঘনায় পর্যটকবাহী ট্রলারডুবিতে ৮ জন নিখোঁজ
অপসারণ করা হলো বালু বিক্রির জন্য নদীর ওপর নির্মিত রাস্তা
বুড়িগঙ্গাসহ দেশের সব নদী দখল-দূষণমুক্ত করার আহ্বান
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!