X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৫ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০২২, ১৮:২৬আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৮:৪২

পাঁচ দিনের সফরে রবিবার (২৭ মার্চ) নিজ জেলা কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি জেলার সদরসহ হাওর অধ্যুষিত মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা সফর করবেন। সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। শনিবার কিশোরগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সফরসূচি থেকে জানা গেছে, রবিবার বিকাল সোয়া ৩টার দিকে রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। এরপর মিঠামইন পৌঁছানোর পর বিকাল সোয়া ৪টার দিকে সেখানকার ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেওয়া হবে। বিকাল সাড়ে ৪টার দিকে মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজে তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও স্কাউট ক্যাম্প উদ্বোধন করবেন তিনি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, সুধীজন ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাতযাপন করবেন।

সোমবার সকাল ১১টার দিকে মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। পরে বিকাল ৩টার দিকে সড়ক পথে ইটনা উপজেলার উদ্দেশে রওনা হবেন। সেখানে গিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭টার দিকে ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় সভা শেষে রাতে সড়কপথে মিঠামইন গিয়ে নিজ বাড়িতে রাতযাপন করবেন।  

মঙ্গলবার সকাল ১১টার দিকে মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। এরপর বিকাল ৩টার দিকে নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শনে যাবেন। বিকাল ৫টার দিকে সড়কপথে অষ্টগ্রামের উদ্দেশে রওনা হবেন এবং সেখানকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ দেখবেন। সন্ধ্যা ৭টার দিকে অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, সুধীজন ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। সভা শেষে রাতে তিনি সড়ক পথে মিঠামইন গিয়ে নিজ বাড়িতে রাতযাপন করবেন।

বুধবার বিকাল ৩টার দিকে হেলিকপ্টারে কিশোরগঞ্জ সদরে যাবেন। সেখানে পৌঁছার পর সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণকাজ উদ্বোধন করবেন তিনি। সন্ধ্যা ৬টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেবেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদের। এ সফরকে কেন্দ্র করে জেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক কার্যালয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আইএসইউর উপাচার্য পদে পুনরায় নিয়োগ পেলেন ড. আব্দুল আউয়াল খান
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
ঈদের দিন সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা