X
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

এনসিসি গঠনে দ্বিমত, রাষ্ট্রপতি নির্বাচনের নতুন প্রস্তাবেও বিএনপির না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৫, ২২:২৬আপডেট : ১৮ জুন ২০২৫, ২২:২৬

জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের যে প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশন দিয়েছে, তা নিয়ে নীতিগত দ্বিমত প্রকাশ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, এনসিসিকে সাংবিধানিকভাবে অনেক ক্ষমতা দেওয়া হলেও, এর জবাবদিহির কাঠামো নেই। তিনি বলেন, ‘এ রকম ক্ষমতাসম্পন্ন কিন্তু জবাবদিহিহীন কোনও প্রতিষ্ঠান গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রস্তাবিত কাউন্সিলে রাষ্ট্রপতি ছাড়াও প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, বিরোধীদলীয় নেতা, প্রধান বিচারপতি ও ডেপুটি স্পিকারকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। কিন্তু এই কাঠামোতে ক্ষমতা কেন্দ্রীভূত হলেও এর জবাবদিহির বিষয়টি স্পষ্ট নয়।’

তিনি বলেন, ‘যদি অথরিটি ও ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়ে। আমরা এমন কোনও প্রতিষ্ঠানের পক্ষে নই— যার ক্ষমতা থাকবে, অথচ জবাবদিহি থাকবে না।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের অতিরিক্ত ক্ষমতাধর প্রতিষ্ঠান রাষ্ট্রের ভারসাম্যপূর্ণ কাঠামোকে দুর্বল করবে। একইভাবে নির্বাহী বিভাগকে দুর্বল করে অন্য কর্তৃত্বশীল প্রতিষ্ঠান গঠনের পরীক্ষায় যাওয়া উচিত নয়।’

তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে অনেক নির্বাচন সঠিকভাবে হতো। তত্ত্বাবধায়ক সরকার ও স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া কার্যকর গণতন্ত্র সম্ভব নয়।’

রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থান

৭০ হাজার স্থানীয় সরকার প্রতিনিধিকে ভোটার করে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রস্তাব কমিশন দিয়েছে, দলটি তা সমর্থন করে না। বিএনপির প্রস্তাব— বর্তমান সংসদীয় কাঠামোয় রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদ সদস্যদের ভোটে হওয়া উচিত।

সালাহ উদ্দিন বলেন, ‘ভবিষ্যতে এ বিষয়ে আরও আলোচনার সুযোগ রয়েছে। তবে বর্তমানে আমরা সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনকেই যৌক্তিক মনে করি।’

নির্বাচন কমিশন আইন সংস্কারের দাবি

বিএনপি মনে করে, বর্তমান নির্বাচন কমিশন গঠনের আইনটি দুর্বল এবং এটি সার্চ কমিটিভিত্তিক হওয়ায় রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা চাই, একটি শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন, যার জন্য আইনি সংস্কার প্রয়োজন। সেই সঙ্গে কমিশনের জবাবদিহি আইনে নিশ্চিত করতে হবে।’

দুদকসহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের তাগিদ

দুদককে ঘিরেও গভীর উদ্বেগ প্রকাশ করে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দুদক বর্তমানে রাজনৈতিক প্ররোচনায় দুর্নীতির অংশ হয়ে পড়েছে। এ জন্য আলাদা শক্তিশালী ও স্বচ্ছ আইন প্রয়োজন— যাতে এ সংস্থাগুলো প্রকৃতপক্ষে জনগণের পক্ষে কাজ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘সব প্রতিষ্ঠানের জন্য সংবিধানে বিস্তারিত কিছু না থাকলেও পার্লামেন্টের মাধ্যমে শক্তিশালী আইন প্রণয়ন করা যেতে পারে। সব প্রতিষ্ঠানের জন্য পৃথক আইন ও বিদ্যমান আইনের সংস্কার অপরিহার্য।’

বুধবারের আলোচনায় অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, সিপিবি, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

এদিনের সংলাপে মূল আলোচ্য বিষয় ছিল— জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ও পূর্ববর্তী অসমাপ্ত বিষয়গুলোর নিষ্পত্তি।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
‘একটি দল বা সরকারের একক সিদ্ধান্তে সংবিধান সংশোধনের বিপক্ষে জামায়াত’
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে দায় সবার ওপর পড়বে: ড. আলী রীয়াজ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের ১৪ম দিনের বৈঠকে ঐকমত্য কমিশন
সর্বশেষ খবর
এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী মারা গেছেন
এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী মারা গেছেন
মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে আহত সেই শিক্ষার্থীর মৃত্যু
মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে আহত সেই শিক্ষার্থীর মৃত্যু
চাকরি ছাড়তেও প্রস্তুত সালাউদ্দিন
চাকরি ছাড়তেও প্রস্তুত সালাউদ্দিন
‘একটি দল বা সরকারের একক সিদ্ধান্তে সংবিধান সংশোধনের বিপক্ষে জামায়াত’
‘একটি দল বা সরকারের একক সিদ্ধান্তে সংবিধান সংশোধনের বিপক্ষে জামায়াত’
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩৩ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩৩ লাখ টাকার ইলিশ
গ্রিনকার্ড রক্ষায় ছুটলেন শাকিব খান
গ্রিনকার্ড রক্ষায় ছুটলেন শাকিব খান
শক্তিশালী হচ্ছে টাকা, তবু চড়া দামে কেন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
শক্তিশালী হচ্ছে টাকা, তবু চড়া দামে কেন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত মুনাফার প্রলোভন: লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত মুনাফার প্রলোভন: লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল
সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল