X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফেসবুকে পোস্ট দেওয়ায় প্রাথমিকের শিক্ষক বরখাস্ত

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২২, ২২:৪৭আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ২২:৫২

সরকারি সিদ্ধান্তের বিপরীতে ফেসবুকে পোস্ট দেওয়ায় মানিকগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপ্রা রানী সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।  সোমবার (৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সরকারি সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নেওয়ায় শিপ্রা রানীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ২৯ মার্চ তার বহিষ্কারপত্রে তিনি সই করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই শিক্ষক গত ২৯ মার্চ তার ভেরিফাইট ফেসবুক পেজে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ছবিসহ স্ট্যাটাস দেন। এতে তিনি প্রথম রোজা থেকেই সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার কথা উল্লেখ করেন। অথচ সরকারিভাবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনও সিদ্ধান্ত হয়নি। যা নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরে ব্যাপক প্রতিক্রিয়ার দেখা দেয়। 

উল্লেখ্য, রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু রাখার সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৯ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী স্বাক্ষরিত বরখাস্তের অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ট্যাটাস সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)-এর ২(ক) সুস্পষ্ট লঙ্ঘন। তার এই অনভিপ্রেত ও উদ্দেশ্যপ্রণোদিত স্ট্যাটাসের কারণে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তার উল্লিখিত স্ট্যাটাস সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণের শামিল।

এ ব্যাপারে সহকারী শিক্ষক শিপ্রা রানী সরকার জানান, এ বিষয়ে আপাতত তিনি গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলবেন না।

/এমএএ/
সম্পর্কিত
দায়িত্বে গাফিলতির কারণে ডুবে গিয়েছিল রজনীগন্ধা ফেরি, ১১ জন বরখাস্ত
যৌন হয়রানির অভিযোগে জবির আরেক শিক্ষক বরখাস্ত
ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি করায় এসআই বরখাস্ত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা