X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

আলু পাহারায় থাকা যুবককে কুপিয়ে হত্যা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ১২:২২আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১২:২২

মুন্সীগঞ্জ সদরে আলু পাহারা দেওয়ার সময় মিজান হোসেন (২৫) নামের এক যুবকেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান নামের আরেক যুবক আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ২টার (৫ এপ্রিল) দিকে আধারা ইউনিয়নের সোমার ঢালীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিজাম স্থানীয় আলী আকবরের ছেলে।  পরিবারে দাবি পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় মিজিকান্দি এলাকার প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সোমার ঢালীকান্দি এলাকায় জমি থেকে উত্তোলিত আলু পাহারা দিচ্ছিল নিজাম ও আব্দুর রহমান। রাত ২টার দিকে সেখানে হামলা চালায় প্রতিপক্ষ মিজিকান্দি এলাকার শুভ মিজিসহ ৪-৫জন। মিজানকে কুপিয়ে জখম  ও আব্দুর রহমানকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। এ সময় দৌড়ে আব্দুর রহমান প্রাণে বাঁচলেও ঘটনাস্থলে মৃত্যু হয় মিজানের। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

নিহতের খালাতো বোন রেহানা বেগম বলেন, সম্প্রতি আলু গাছ পরিচর্যা নিয়ে মিজানের সঙ্গে শুভ মিজির কথা-কাটাকাটি  হয়। এই থেকে তাদের মধ্যে বিরোধ চলছিল। বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।  

মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন  জানান, রাত দুইটার দিকে পূর্ব শত্রুতার জেরে এই হামলা ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবার জানিয়েছে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত যুবককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি। 

মুন্সীগঞ্জ জেনারেল  হাসপাতালের জরুরি বিভাগের  চিকিৎসক  এম এ কালাম জানান, আহত আব্দুর রহমানের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে।
 
এর আগে গত ৩১ মার্চ মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে আলু পরিবহন নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে মো. জুয়েল (৪০) নামে একজনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়।



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো