X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

আলু পাহারায় থাকা যুবককে কুপিয়ে হত্যা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ১২:২২আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১২:২২

মুন্সীগঞ্জ সদরে আলু পাহারা দেওয়ার সময় মিজান হোসেন (২৫) নামের এক যুবকেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান নামের আরেক যুবক আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ২টার (৫ এপ্রিল) দিকে আধারা ইউনিয়নের সোমার ঢালীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিজাম স্থানীয় আলী আকবরের ছেলে।  পরিবারে দাবি পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় মিজিকান্দি এলাকার প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সোমার ঢালীকান্দি এলাকায় জমি থেকে উত্তোলিত আলু পাহারা দিচ্ছিল নিজাম ও আব্দুর রহমান। রাত ২টার দিকে সেখানে হামলা চালায় প্রতিপক্ষ মিজিকান্দি এলাকার শুভ মিজিসহ ৪-৫জন। মিজানকে কুপিয়ে জখম  ও আব্দুর রহমানকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। এ সময় দৌড়ে আব্দুর রহমান প্রাণে বাঁচলেও ঘটনাস্থলে মৃত্যু হয় মিজানের। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

নিহতের খালাতো বোন রেহানা বেগম বলেন, সম্প্রতি আলু গাছ পরিচর্যা নিয়ে মিজানের সঙ্গে শুভ মিজির কথা-কাটাকাটি  হয়। এই থেকে তাদের মধ্যে বিরোধ চলছিল। বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।  

মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন  জানান, রাত দুইটার দিকে পূর্ব শত্রুতার জেরে এই হামলা ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবার জানিয়েছে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত যুবককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি। 

মুন্সীগঞ্জ জেনারেল  হাসপাতালের জরুরি বিভাগের  চিকিৎসক  এম এ কালাম জানান, আহত আব্দুর রহমানের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে।
 
এর আগে গত ৩১ মার্চ মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে আলু পরিবহন নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে মো. জুয়েল (৪০) নামে একজনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়।



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ