X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিমুলিয়ায় ঢাকামুখী যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০২২, ১৭:২৭আপডেট : ০৭ মে ২০২২, ১৭:২৭

মুন্সীগঞ্জের শিমুলিয়া লঞ্চঘাট এলাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে কয়েক গুণ। মাদারীপুরের বাংলাবাজার থেকে লঞ্চে আসা যাত্রীদের অনেক সময় ধরে পরিবহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আর বাসে ঢাকায় পাড়ি দিতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

শনিবার (৭ মে) শিমুলিয়া ঘাটে ইলিশ নামে একটি পরিবহনের যাত্রী রাফি বলেন, ‘বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে এসেছি। বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। ৮৫ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১০০ টাকা।’

ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, ‘গ্রেট বিক্রমপুর পরিবহনে ঢাকা যাবো। আমি কলেজছাত্র। দেড়শ’ টাকা ভাড়া দেওয়ার কথা বলে বাসে উঠেছি।’

ঢাকাগামী যাত্রী আফজাল হোসেন বলেন, ‘লঞ্চে নির্ধারিত ভাড়া নেওয়া হলেও অতিরিক্ত যাত্রী ছিল। কিন্তু বাসে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। গুলিস্তান যাবো, আমার কাছ থেকে ১২০ টাকা ভাড়া রেখেছে।’

ইলিশ পরিবহনের বাসচালক আমির হোসেন বলেন, ‘৮৫ টাকার ভাড়া ১০০ টাকা রাখছি। ঢাকা থেকে খালি গাড়ি আনতে হয়েছে। এতে তেল খরচ হয়েছে। তাই কিছুটা বাড়তি ভাড়া রাখা হচ্ছে।’

মাওয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান মিয়া বলেন, ‘প্রচেষ্টা পরিবহন বেশি ভাড়া নেয় না। অন্য পরিবহনের ক্ষেত্রেও এখানে বেশি ভাড়া নেওয়ার কথা না। অতিরিক্ত ভাড়া যাতে না নেওয়া হয় সেটা আমরা দেখবো। তবে ঘাট থেকে বিভিন্ন দূরত্বে বাস যায়। সে ক্ষেত্রে ভাড়া কম-বেশি হতে পারে।’

বিআইডব্লিউটিএ শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘লঞ্চঘাট এলাকায় যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। তবে বাংলাবাজার থেকে আসা প্রতিটি লঞ্চ যাত্রীতে পূর্ণ। শুক্রবার ২৯২টি লঞ্চ ট্রিপে ৮০ হাজারের ওপরে যাত্রী পারাপার হয়েছে। আজ সকাল থেকে যাত্রীর চাপ আরও বেশি।’

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস রিথি বলেন, ‘আমরা খেয়াল করেছি দু-একটি বাস অতিরিক্ত ভাড়া নিচ্ছে। ইতোমধ্যেই কঠোরভাবে বলা হয়েছে, যাতে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা