X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মা ও ২ সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

নরসিংদী প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৫:৫৪আপডেট : ২৩ মে ২০২২, ১৫:৫৪

নরসিংদীর বেলাব উপজেলায় মা ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। রবিবার (২২ মে) রাতে নিহত রাহিমা বেগমের (৩৬) ছোট ভাই মোশারফ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

এর আগে রবিবার সকাল ৮টায় উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়ি থেকে রহিমা এবং তার ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখের (৭)  লাশ উদ্ধার করা হয়।

সোমবার (২৩ মে) বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, হত্যার ঘটনায় রবিবার রাতে রাহিমা বেগমের ছোট ভাই অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।

আরও পড়ুন: ঘরে মিললো মা ও ২ সন্তানের লাশ

এর আগে রবিবার দুপুরে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে হত্যার দায় স্বীকার করেন রহিমার স্বামী গিয়াস উদ্দিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পিবিআইকে জানান, শনিবার দিবাগত রাত আড়াইটায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে কর্মস্থল গাজীপুরের আড়ালিয়ায় চলে যান। তার দেওয়া তথ্যানুযায়ী রবিবার বিকালে বাড়ির পাশের গঙ্গাঞ্জলী নদী থেকে হত্যায় ব্যবহৃত ছোরা এবং নদী থেকে একটু দূরে আলীরটেক জঙ্গল থেকে রক্তমাখা ক্রিকেট ব্যাট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী পিবিআইয়ের পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। 

তিনি আরও জানান, আটকের পর থেকে আলামত উদ্ধারের আগ পর্যন্ত গিয়াস স্বাভাবিক আচরণ করেন। তবে আলামত উদ্ধারের সময় ভেঙে পড়েন। জিজ্ঞাসাবাদে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের স্ত্রী ও সন্তানদের হত্যা করেছেন বলে দাবি করলেও ঘটনা ভিন্ন। হত্যাকাণ্ডের পেছনে পরকীয়ার সম্পর্ক পেয়েছে পিবিআই। আইনি প্রক্রিয়া শেষে আজ যেকোনও সময় তাকে আদালতে হাজির করা হবে। সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত চলছে। এরপর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ইউনিয়ন পরিষদে ব্যবসায়ীকে হত্যা
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: আরও দুই শিশুর মরদেহ উদ্ধার
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন