X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাউন্ড বক্সের শব্দ কমানো নিয়ে সংঘর্ষে যুবক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ মে ২০২২, ২৩:২২আপডেট : ২৭ মে ২০২২, ২৩:২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পোলট্রি মুরগির দোকানে সাউন্ড বক্সের শব্দ কমানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মে) দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম (৩২) উপজেলার পাইকড়া ইউনিয়নের সিহরাইল উত্তরপাড়া গ্রামের ছাইদুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সেহরাইল গ্রামের আজিজুল ইসলাম পাশের গোপালপুর গ্রামের পাইলট বাজারে বারেকের দোকানে চা পান করছিলেন। এ সময় পাশের পোলট্রি মুরগির দোকানে রাসেল নামের এক যুবক কম্পিউটারে গান চালিয়ে সাউন্ড বক্সের শব্দ বাড়িয়ে দেন। 

এ অবস্থায় রাসেলকে সাউন্ড বক্সের শব্দ কমাতে বলেন আজিজুল। বিষয়টি নিয়ে দুই জনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাসেলের গায়ে চা ঢেলে দেন আজিজুল। এ নিয়ে তাদের হাতাহাতি হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি মীমাংসা করে দিলে দুজন দুই দিকে চলে যান। 

এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে সেহরাইল গ্রামের লোকজন একত্রিত হয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে গোপালপুর গ্রামের লোকজনের ওপর হামলা চালান। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আজিজুল ইসলামের পক্ষের জহিরুল নিহত হন। সেই সঙ্গে দুই পক্ষের পাঁচ জন আহত হন।

পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, ‘সাউন্ড বক্সের শব্দ কমানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় আজিজুলের সঙ্গে রাসেলের হাতাহাতি হয়েছিল। ওই ঘটনার জেরে আজ সংঘর্ষে জহিরুল নিহত হন। একই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন।’

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নিহতের ছোট ভাই নুরুর (২৫) অবস্থা আঙ্কাজনক হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। জহিরুলের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা