X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সাউন্ড বক্সের শব্দ কমানো নিয়ে সংঘর্ষে যুবক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ মে ২০২২, ২৩:২২আপডেট : ২৭ মে ২০২২, ২৩:২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পোলট্রি মুরগির দোকানে সাউন্ড বক্সের শব্দ কমানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মে) দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম (৩২) উপজেলার পাইকড়া ইউনিয়নের সিহরাইল উত্তরপাড়া গ্রামের ছাইদুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সেহরাইল গ্রামের আজিজুল ইসলাম পাশের গোপালপুর গ্রামের পাইলট বাজারে বারেকের দোকানে চা পান করছিলেন। এ সময় পাশের পোলট্রি মুরগির দোকানে রাসেল নামের এক যুবক কম্পিউটারে গান চালিয়ে সাউন্ড বক্সের শব্দ বাড়িয়ে দেন। 

এ অবস্থায় রাসেলকে সাউন্ড বক্সের শব্দ কমাতে বলেন আজিজুল। বিষয়টি নিয়ে দুই জনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাসেলের গায়ে চা ঢেলে দেন আজিজুল। এ নিয়ে তাদের হাতাহাতি হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি মীমাংসা করে দিলে দুজন দুই দিকে চলে যান। 

এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে সেহরাইল গ্রামের লোকজন একত্রিত হয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে গোপালপুর গ্রামের লোকজনের ওপর হামলা চালান। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আজিজুল ইসলামের পক্ষের জহিরুল নিহত হন। সেই সঙ্গে দুই পক্ষের পাঁচ জন আহত হন।

পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, ‘সাউন্ড বক্সের শব্দ কমানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় আজিজুলের সঙ্গে রাসেলের হাতাহাতি হয়েছিল। ওই ঘটনার জেরে আজ সংঘর্ষে জহিরুল নিহত হন। একই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন।’

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নিহতের ছোট ভাই নুরুর (২৫) অবস্থা আঙ্কাজনক হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। জহিরুলের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ঢাবিতে ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
রাজধানীতে ছিনতাইকারী ও দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ৩
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!