X
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
১৮ অগ্রহায়ণ ১৪৩০

দুধ চুরির টাকার ভাগ চাওয়ায় খুন হয় রাখাল

গাজীপুর প্রতিনিধি
০৮ জুন ২০২২, ২১:০৩আপডেট : ০৮ জুন ২০২২, ২১:০৩

কালীগঞ্জে দুধ চুরির টাকার ভাগ চাওয়ায় এগ্রোফার্মের রাখাল রিয়াজ উদ্দিকে (৩৫) খুন করেছে তার সহকর্মীরাই। পরে আবার খুনিরাই তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রায় দুই বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৮ জুন) গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানান।

গ্রেফতারদের মধ্যে রয়েছে রিয়াজের সহকর্মী নরসিংদী সদর থানার দক্ষিণ পুরানপাড়া এলাকার ফাইজ উদ্দিন মিয়ার ছেলে আজিজুল হক (২০), একই এলাকার হিরু মিয়া ওরফে ভাসানীর ছেলে ইয়াসিন মিয়া (৩৯) এবং একই জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের সফিকুল ইসলামের ছেলে আবির হোসেন (১৬)।

নিহত রিয়াজ উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর (হাজীপাড়া) গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। 

পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ওই খামারের দুধ বিক্রি থেকে শুরু করে যাবতীয় কাজ দেখাশোনা করতো ইয়াসিন। সে প্রতিদিন দুধ বিক্রির টাকা থেকে একশ’ থেকে দেড়শ’ টাকা গোপনে রেখে দিতো। রিয়াজ বিষয়টি জানতে পেরে ইয়াসিনের কাছে দুধ চুরির টাকার অর্ধেক ভাগ দাবি করে। দাবি না মেটালে খামার মালিককে বিষয়টি জানিয়ে দেওয়ার হুমকি দেয় সে। এ নিয়ে দু’জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে রিয়াজকে খুনের পরিকল্পনা করে ইয়াসিন, আবির ও আজিজুল হক।

পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের ২৮ জুন বিকালে বিলের মাঝে নিয়ে সুকৌশলে রিয়াজকে মাথায় আঘাত করে পানিতে ফেলে দেয় ইয়াসিন। পরে পানিতে ডুবে প্রাণ হারায় রিয়াজ। পরে আবার ইয়াসিন ও তার সহযোগীরা রিয়াজকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

ময়নাতদন্ত শেষে মাথায় আঘাতের কারণে রিয়াজ উদ্দিন মারা যান বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। কালীগঞ্জ থানা পুলিশ হত্যা মামলাটি ৩ মাস তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করে। পরে আদালত স্বতপ্রণোদিত হয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই গাজীপুর জেলাকে নির্দেশ প্রদান করেন। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন তথ্য প্রমাণের ভিত্তিতে খুনের ঘটনায় রিয়াজের তিন সহকর্মীকে গ্রেফতার করা হয়। তারা চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে জবানবন্দি দিয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরের ছয় আসনে ১৮ জনের মনোনয়নপত্র বাতিল
যশোরের ছয় আসনে ১৮ জনের মনোনয়নপত্র বাতিল
মেজর আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল
মেজর আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল
সংসদে বিরোধী দল হওয়াই লক্ষ্য বিএনএফের
সংসদে বিরোধী দল হওয়াই লক্ষ্য বিএনএফের
রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত
রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত
সর্বাধিক পঠিত
হঠাৎ নড়েচড়ে বসেছে ইসি
হঠাৎ নড়েচড়ে বসেছে ইসি
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরীর ছেলে দিপু মারা গেছেন
আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরীর ছেলে দিপু মারা গেছেন
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল