X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

২০ লঞ্চ ও ৩০০ ট্রলারে অনুষ্ঠানে যাচ্ছেন শরীয়তপুরের লক্ষাধিক মানুষ 

রাজিব হোসেন রাজন, শরীয়তপুর
২৫ জুন ২০২২, ০৩:০৯আপডেট : ২৫ জুন ২০২২, ০৪:৫৪

বহুল আকাঙ্ক্ষার পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ শেষ হচ্ছে শনিবার (২৫ জুন) সকালে। উদ্বোধনী অনুষ্ঠান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ঘিরে উৎসবের জনপদে পরিণত হয়েছে পুরো জেলা। জনসভায় অংশ নিচ্ছেন লক্ষাধিক মানুষ। এরই মধ্যে শরীয়তপুর থেকে ২০টি লঞ্চ ও ৩০০ ইঞ্জিনচালিত ট্রলারে জনসভার উদ্দেশ্যে রওনা হয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। 

ডামুড্যা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টায় ও সখিপুর এবং নড়িয়া থেকে রাত ২টায় লঞ্চ এবং ট্রলারগুলো জনসভার উদ্দেশ্যে রওনা হয়েছে। 

দলীয় সূত্রে জানা গেছে, লঞ্চ ও ট্রলারগুলো শনিবার ভোরে শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে গিয়ে থামবে। নেতাকর্মীদের সার্বিক নির্দেশ দিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এনামুল হক শামীম এবং শরীয়তপুর-৩ আসনের আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। সংসদ সদস্য এনামুল হক শামীম জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দেবেন শরীয়তপুরের দুই লক্ষাধিক মানুষ। 

এদিকে, পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সেজেছে জেলার ছয় উপজেলা। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। সর্বত্র উৎসবের আমেজ। পৌর শহরের বিভিন্ন এলাকায় ঝলমলে বাতি এবং রঙিন পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে। 

আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা বলছেন, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের খবর সর্বস্তরে জানান দিতে এমন আয়োজন করা হয়েছে।

 ডামুড্যা উপজেলা যুবলীগের দফতর সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম সোহেল বলেন, আমাদের এমপির নির্দেশে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ইউনিয়নে আমরা জনসভায় যাওয়ার জন্য দাওয়াত দিয়েছি। শুক্রবার দিবাগত রাত ১২টায় ডামুড্যা থেকে লঞ্চ ও ট্রলারগুলো জনসভার উদ্দেশ্যে রওনা হয়েছে। 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, ডামুড্যা থেকে রাত ১২টায়, সখিপুর ও নড়িয়া থেকে রাত আড়াইটায় ২০টি লঞ্চ ও ৩০০ ইঞ্জিনচালিত ট্রলারে জনসভার উদ্দেশ্যে রওনা হয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। লঞ্চ ও ট্রলারে লক্ষাধিক মানুষ রয়েছেন। লঞ্চেই তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। কারও কোনও ধরনের সমস্যা হবে না। 
 
স্থানীয় সূত্র জানায়, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যারা সশরীরে যোগ দিতে পারবে না, তাদের জন্য তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। জেলায় তিন দিনব্যাপী অনুষ্ঠান চলবে। সেতুর উদ্বোধনী দিন স্মরণে রাখার মতো উৎসব করা হবে। ওই দিন জেলা শহরে সকাল ৯টায় র‌্যালি বের করা হবে। ট্রাকে ঘুরে বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। সন্ধ্যায় জেলা স্টিডিয়ামে আতশবাজি প্রদর্শন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 

 

/এএম/টিটি/
সম্পর্কিত
গণপিটুনিতে রেনু হত্যা: চার বছরেও শেষ হয়নি বিচার
পদ্মা সেতুর ঋণের আরও ৩১৫ কোটি টাকার চেক হস্তান্তর
৩০০ যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে বেনাপোল এক্সপ্রেস
সর্বশেষ খবর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’