X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘গরু নিয়ে সোজা ফেরিতে উঠেছি, ঘাটে কোনও ভোগান্তি নেই’

রাজবাড়ী প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৪:০৮আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৪:১৩

কুষ্টিয়া থেকে সকাল ৭টায় ২৬টি গরু নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন ট্রাকচালক মো. ঝন্টু। পদ্মী নদী পার হতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছান সকাল ১০টায়। ৫ নম্বর ফেরিঘাটে তার সঙ্গে কথা হয়। 

ঝন্টু বলেন, ‌‘গত বছর গরু নিয়ে এই নৌপথে নদী পার হতে ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করেছি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে অনেক গরু ট্রাকে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এবার পদ্মা সেতু চালু হওয়ায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ কম। তাই সরাসরি ফেরিতে উঠতে পেরেছি। কোথাও কোনও সিরিয়ালে থাকতে হয়নি। আশা করছি, নদী পার হয়ে রাত ৮টার মধ্যে সিলেটে গরু নিয়ে পৌঁছাতে পারবো।’

ট্রাকে থাকা গরুর ব্যবসায়ী আরব আলী বলেন, ‘এবার গরু কেনার ক্রেতা খুবই কম। সেজন্য কুষ্টিয়া থেকে গরুগুলো নিয়ে সিলেটে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছি। গতবার ঘাটে নদী পার হতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এবার স্বস্তিতে সরাসরি ফেরিতে উঠতে পেরেছি।’ 

দীর্ঘ অপেক্ষা ছাড়াই সরাসরি ফেরিতে উঠছে যানবাহন

মেহেরপুর থেকে ঢাকাগামী পশুবাহী আরেক ট্রাকচালক মো. ইউসুফ বলেন, ‘পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচলের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে তেমন যানজট নেই। ঘাটে এখন আর বসে থাকা লাগে না। অতিরিক্ত টাকাও লাগে না। ভোরে মেহেরপুর থেকে রওনা হয়ে ১১টায় ঘাটে এসেছি। সরাসরি ফেরি পাওয়ায় অনেক ভালো লাগছে।’

গরু ব্যবসায়ী মোফাজ্জেল হোসেন বলেন, ‘প্রতিবছরই যানজটের কারণে গরু নিয়ে তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য সড়কে আটকা থাকতে হয়েছে। গরমে অনেক গরু মারাও গেছে। এবার যানজট নেই, দুর্ভোগও নেই। ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠতে পারছি। গরুগুলোর কোনও কষ্ট হচ্ছে না।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ‘ভোগান্তি ও যানজট কমাতে আমরা সব সময় কাজ করছি। গরুর গাড়ি, কাঁচামাল ও যাত্রীবাহী পরিবহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। বর্তমানে এই নৌপথে ১৬টি ছোট-বড় ফেরি চলাচল করছে।’

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা