X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ভিজিএফের চালে পাথর, সুবিধাভোগীদের মাঝে ক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ জুলাই ২০২২, ০২:৪৫আপডেট : ০৬ জুলাই ২০২২, ০২:৫০

টাঙ্গাইলের ভূঞাপুরে ভিজিএফ কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে বিতরণ করা চালে বড় বড় পাথর পাওয়া গেছে। মঙ্গলবার (৫ জুলাই) ভূঞাপুর পৌরসভায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণের সময় কয়েকটি বস্তায় পাথর পাওয়া যায়।

স্থানীয়রা জানান, দুপুরে ভূঞাপুর পৌরসভায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ শুরু হয়। পরে বেশ কিছু বস্তায় চালের সঙ্গে পাথর পাওয়া যায়। এ সময় চাল নিতে আসা সুবিধাভোগীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। পাথর ছাড়াও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ তোলেন সুবিধাভোগীরা। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে পাথরযুক্ত চালের বস্তাগুলো পরিবর্তনের আশ্বাস দেওয়া হয়।

উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল হালিম বলেন, ‘চালে পাথর পাওয়ার পরই বস্তাগুলো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। তবে চালে এমন পাথর থাকতেই পারে। চাল যে চাতালগুলোতে শুকানো হয় সেখানকার পাথরগুলো চালে মিশেছে’।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের খাদ্য পরিদর্শক কাজী হামিদুল হক বলেন, ‘হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় ছয়টি ইউনিয়নে ১০২ মেট্রিক টন এবং পৌরসভায় ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। চালের বস্তাগুলো গত বছর গোডাউনে মজুত করা হয়েছিল। এ মৌসুমে চালে পোকা ধরে। পোকা দমনে ওষুধ দেওয়া হচ্ছে। মঙ্গলবার পৌরসভায় চালগুলো বিতরণের সময় বেশ কিছু বস্তায় পাথর পাওয়া গেছে। পরে সেগুলো পরিবর্তন করে দেওয়া হবে’।

ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, ‘চাল বিতরণের সময় বেশ কিছু বস্তায় পাথর পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। বস্তাগুলো পরিবর্তন করে দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, ‘পাথরযুক্ত চালের বস্তাগুলো পরিবর্তন করে দেওয়ার জন্য খাদ্য পরিদর্শককে বলা হয়েছে। কেন চালে পাথর পাওয়া গেল, সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে’।

/এএম/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি