X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জন্মদিনে স্কুলছাত্রকে গাছে বেঁধে মাথায় ৫০টি ডিম ভাঙলো বন্ধুরা

ফরিদপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০২২, ১৯:২০আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৯:২১

ফরিদপুরের বোয়ালমারীতে এক স্কুলছাত্রকে পিলারের সঙ্গে রশিতে বেঁধে পচা ডিম, আটা-ময়দা ও নানা ধরনের নোংরা ময়লা-আবর্জনা মাথায় সহ সারা শরীরে মেখে জন্মদিন পালন করেছে তার বন্ধুরা। খবর পেয়ে পুলিশ ওই স্কুলছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। শনিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার জর্জ একাডেমি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বোয়ালমারী অডিটোরিয়ামের সামনে একটি পুরাতন ভবনের পিলারের সঙ্গে দুই হাত ও কোমরে রশি বেঁধে বেশ কয়েকজন বন্ধু ৫০টি ডিম তার (যার জন্মদিন) মাথায় ভেঙে জন্মদিন উদযাপন করে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সহযোগী ছয় বন্ধুকে থানায় নিয়ে আসে।

স্থানীয় এক বাসিন্দা জানান, বখে যাওয়া যুবকদের এই ন্যক্কারজনক কর্মকাণ্ডে গত বছর একজন নিজ জন্মদিনে চোখ হারিয়েছিল। এগুলো মূলত পারিবারিক ও সামাজিক শিক্ষার অভাবের বহিঃপ্রকাশ। ওই ছেলেটি জর্জ একাডেমির ছাত্র। ডিম, আটা, পচা কাদাসহ বিভিন্ন কিছু দিয়ে তাকে ভূত বানিয়ে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোয়ালমারী থানার এসআই মামুন ইসলাম বলেন, ওই এলাকায় ডিউটিতে থাকা অবস্থায় এ ঘটনা জানতে পেরে ওই ছাত্র ও তার ছয় জন বন্ধুকে থানায় আনা হয়। পরে তাদের অভিভাবকদের ডেকে এনে এ ধরনের কাজ আর করবে না মর্মে ছেড়ে দেওয়া হয়।

জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, এ ধরনের ঘটনা আসলে দুঃখজনক। একজন ছাত্র যদি স্কুলে না এসে বাইরে কোনও অঘটন ঘটায় তাহলে আমরা কী করতে পারি।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব এর সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের ধরে এনে অভিভাবকদের ডেকে শাসিয়ে দেওয়া হয়েছে। পরে আর এ ধরনের কাজ করবে না বলে অঙ্গীকার করে তারা।

/এফআর/
সম্পর্কিত
ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা গায়েব
বাড়ি লিখে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত
মহাসড়কে ছিনতাই করা দুই পুলিশ রিমান্ডে
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা