X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

টাকা দিয়েও মেলেনি ঘর, মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ১৬:১০আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৬:২৬

ফরিদপুরের সালথা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজির অভিযোগ উঠেছে মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি মো. শেখ সাদিক। এছাড়া তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দিতে ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে। 

মামলায় অভিযোগ করা হয়, উপজেলার মাঝারদিয়া গ্রামের ইকরাম মাতুব্বরের ছেলে মো. মিরাজ হোসেনের কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা চাঁদা নেয় ভাইস চেয়ারম্যান রুপা বেগম ও তার স্বামী হায়দার মোল্যা এবং ছোট ভাই মোকাদ্দেস মিয়া। ঘর না পেয়ে পরে সেই টাকা চাইতে গেলে মিরাজ হোসেনকে বিভিন্ন সময়ে খুন ও জখমের হুমকি-ধমকি দিয়ে আসছে রুপা বেগম, হায়দার মোল্যা ও মোকাদ্দেস মিয়া।

এছাড়া রুপা ঘর পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয় অনেকের থেকে বিভিন্ন অংকের টাকা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে আপস মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় মামলা দায়ের করা হয়। আসামি রুপা বেগম আর বাদী মিরাজ একই এলাকার বাসিন্দা।

এর আগে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক ভিক্ষুকের থেকে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের স্বামী মো. হায়দার মোল্যার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ১৫ আগস্ট রাতে তাকে গ্রেফতার করে ১৬ আগস্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তিনি ওই মামলায় এখনও কারাগারে রয়েছেন। এরইমধ্যে আবার তার স্ত্রীর বিরুদ্ধে একই অভিযোগে মামলা হলো।

সালথা থানার এসআই মো. আওলাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগে (৩৮৫.৩৮৬.৫০৬) ধারায় মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের নামে একটি মামলা দায়ের করেন মিরাজ মোল্যা। এই মামলায় রুপার ছোট ভাই মোকাদ্দেস হোসেন ও স্বামী মো. হায়দার মোল্যাকেও আসামি করা হয়েছে।

তবে ঘরের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুপা বেগম। তার দাবি, ‘টাকা নেওয়া তো দূরের কথা, ঘর পাইয়ে দিয়ে আমি কারও কাছ থেকে একটি মিষ্টিও খাইনি।’

তিনি বলেন, একটি বিশেষ মহল আমার পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে আসছে। 

উল্লেখ্য, ২০২১ সালের ৫ এপ্রিল সন্ধ্যায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকরকে কেন্দ্র করে সালথায় নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটে। ওই সময় সালথা উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় হওয়া মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

 

/টিটি/
সম্পর্কিত
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা