X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘মির্জা ফখরুলরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৫১

বিএনপিকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমাদের তো বলছে, খাদের কিনারে আছি। আর তোমরা (বিএনপি) খাদের মধ্যে হাবুডুবু খাচ্ছো। তোমাদের শুধু নাকটা ভাসছে। এখনও যদি পথে না আসো, মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি না করো ওই খাদ থেকে আর উঠতে পারবা না। এখন নাকটা ভেসে আছে, নাকটাও পানির নিচে গিয়ে ডুবে মরবা। আওয়ামী লীগ লড়াইয়ে হারবে না কোনও দিন।’

‘ফখরুল ইসলাম আলমগীররা শত শত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তার জবাব দিতেই হবে। আর আমাদের এই সরকার একটি নির্বাচিত ও ন্যায়সঙ্গত সরকার। নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার এসেছে। এই সরকারকে কেউ সরাতে পারবে না। আগামীর নির্বাচনের আমরা বিজয়ের উচ্চ শিখরে উঠবো, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন করবো।’

শনিবার (৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শেখ রাসেল স্টেডিয়ামে থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গ টেনে কৃষিমন্ত্রী বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর আজকে এক বক্তব্যে বলেছে, এটা নাকি তাদের শেষ লড়াই। শেষ লড়াই আমরা করেছি ৭১ সালে। এই মামুনুল হকরা যাদের আপনারা শিক্ষা দিয়েছেন, তারা স্বাধীনতার বিরোধিতা করেছে। পাক বাহিনীকে সহযোগিতা করেছে দুই লাখ মা-বোনের ইজ্জত কেড়ে নিয়েছে ও ৩০ লাখ মানুষকে শহীদ করেছে। ফখরুল ইসলাম বলেছে এটা শেষ লড়াই। তারা কোনও লড়াইয়ে জিততে পারেনি।’

উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছি। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। আজকে বাংলাদেশে বিদ্যুতের জন্য এমপি সালাউদ্দিনকে দৌড় দিতে হবে না। সালাউদ্দিন ঘরে বসেই বিদ্যুৎ পাবে। মানুষের শরীরের রক্ত যেমন চালিকা শক্তি, ঠিক তেমনি একটি দেশ চালাতে হলে উন্নয়ন করতে হলে বিদ্যুতের প্রয়োজন আছে। সেই বিদ্যুৎ আমরা দিতে সক্ষম হয়েছি।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপির আমলে সার চাইতে যাওয়ায় সার না দিয়ে বুলেট দিয়েছে। সেই জবাব আপনারা দিয়েছেন ২০০৮ সালের ভোটের মাধ্যমে। শেখ হাসিনা সারের দাম কমিয়েছেন। গত ১০ বছরে আমরা সারের দাম বাড়াইনি। আমরা প্রতি বছর ৭/৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছি। শুধু ইউরিয়া সারে প্রতি কেজিতে ৬০ টাকা করে সরকার ভর্তুকি দিচ্ছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ সত্ত্বেও সারের দাম বাড়েনি। বিএনপি ক্ষমতায় থাকতে ২৩ হাজার কোটি টাকা ছিল দেশের উন্নয়ন বাজেট। আজ শেখ হাসিনা ২৮ হাজার কোটি টাকা শুধু কৃষকদের দেন। এই হলো পার্থক্য।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নবিউল্লাহ হিরু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল ক্রান্তি দাস, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহিদ মো. বাদল প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় গবেষণা বাড়ানো হবে: কৃষিমন্ত্রী
‘খাদ্য উৎপাদন আরও বাড়িয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারেন কৃষকরা’
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!