X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রাইস মিলে সাইলো, ৩ শ্রমিকের মৃত্যুর দায় কার?

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
০৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ২৩:০২

টাঙ্গাইলের গোপালপুরে একটি রাইস মিলের সাইলোর নির্মাণকাজ শেষে উদ্বোধনের সময় ভেঙে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রায় এক হাজার মণের সাইলোটি পরীক্ষা-নিরীক্ষা না করেই চালু করার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ শ্রমিক ও স্থানীয়দের। 

রবিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডুবাইল এলাকার একতা অ্যাগ্রোফুড প্রোডাক্টস লিমিটেডে এমন ঘটনা ঘটে। ওই দিন রাত ১২টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শেষ করে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে সরেজমিন দেখা গেছে, রাইস মিলের সামনে নিহতদের পরিবার ও শ্রমিকদের আহাজারি চলছে। রাইস মিলের গেটে এক কর্মচারী পাহারা দিচ্ছেন। তিনি অপরিচিত কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। যে ভবনটিতে দুর্ঘটনা ঘটেছে, সেটি তালাবদ্ধ। সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

আরও পড়ুন: রাইস মিলের বয়লার চাপায় নিহত ৩ 

এ সময় বাইরে অবস্থানরত মিলের একাধিক শ্রমিকের সঙ্গে কথা হয়। তারা জানান, এই রাইস মিলে আগে থেকেই দুটি সাইলো ছিল। এরপর নতুন করে আরও একটি সাইলো স্থাপন করা হয়েছে। এটির ধারণক্ষমতা প্রায় এক হাজার মণ। নতুন সাইলোটি উদ্বোধনের সময়ই ভেঙে পড়েছে। সাইলোর কাজে নিয়োজিত মিস্ত্রিরা বিদায় নেওয়ার আগেই এটি ভেঙে পড়লো। পরীক্ষা-নিরীক্ষা না করেই এটি চালু করায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি শ্রমিকদের। এখন তিন শ্রমিকের মৃত্যুর দায় কে নেবে? তাদের পরিবারের দায়িত্ব নেবে কে? এমন কথা শোনা যাচ্ছিল মিলের আশপাশের মানুষের মুখে।

দুপুরে থানায় গিয়ে দেখা গেছে, নিহতদের পরিবার ও শ্রমিকরা সেখানে ভিড় করেছেন

দুপুরে থানায় গিয়ে দেখা গেছে, নিহতদের পরিবার ও শ্রমিকরা সেখানে ভিড় করেছেন। মিলের মালিকপক্ষের লোকজনও সেখানে উপস্থিত রয়েছেন। লাশ ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার জন্য নিহতদের পরিবারের লোকজন পুলিশের কাছে সুপারিশ করেছেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক জেলা প্রশাসকের পক্ষে টাকাগুলো বিতরণ করেন।

দুর্ঘটনায় নিহত তিন জন হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে আরিফ (২০), একই জেলার গোরুহাড়া গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩৩)। তারা সবাই ওই রাইস মিলের শ্রমিক।

নাম প্রকাশ না করার শর্তে রাইস মিলের এক শ্রমিক বলেন, ‘মিলে আগে থেকেই দুটি সাইলো ছিল। পরে মিল মালিক আরও একটি সাইলো স্থাপন করেন। রবিবার রাতে এটি চালু করা হয়। একপর্যায়ে সাইলোটি ভেঙে নিচে পড়ে যায়। এ সময় ছয় শ্রমিক ভেতরে ছিলেন। তিন শ্রমিক সাইলোর নিচে চাপা পড়ে নিহত হন। আরও এক শ্রমিক আহত হন। এ ঘটনায় মালিকপক্ষ ও সাইলো নির্মাণকাজের শ্রমিকদের দায় অবশ্যই রয়েছে।’

যে ভবনটিতে দুর্ঘটনা ঘটেছে, সেটি তালাবদ্ধ

নাম প্রকাশ না করার শর্তে রাইস মিলের আরেক শ্রমিক বলেন, ‘সাইলোটি নতুন স্থাপন করা হয়েছে। সাইলো স্থাপনকাজের মিস্ত্রিরা এখনও এই এলাকায় রয়েছেন। এরই মধ্যে এটি ভেঙে পড়লো। সাইলো স্থাপনকাজে নিয়োজিতদের অবহেলার কারণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা শ্রমিকরা অসহায়। নিহতদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিলে কিছুটা উপকার হতো।’

রাইস মিলের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. উজ্জল বলেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা মর্মাহত। মৃতদের পরিবারকে আমরা আর্থিকভাবে সহায়তা করবো। নতুন সাইলো স্থাপনের কাজে নিয়োজিত মিস্ত্রিদের অবহেলার কারণে এমন ঘটনা ঘটতে পারে।’

আরও পড়ুন: রাইস মিলের সাইলো ভেঙে ৩ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি

গোপালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘ওই রাইস মিলের সাইলোটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি ওজনের মাল দেওয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে। সাইলোটিতে দেখেছি ঝালাইকাজ সঠিকভাবে করা হয়নি। সাইলোটি পরীক্ষা-নিরীক্ষা না করেই চালু করা হয়েছিল। তদন্ত করলে আসল ঘটনা জানা যাবে।’

রাইস মিলের গেটে এক কর্মচারী পাহারা দিচ্ছেন, পাশে স্থানীয় কয়েকজন যুবক দাঁড়িয়ে আছেন

গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, ‘এ ঘটনায় এখনও মামলা হয়নি। পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে। মৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ করা হয়নি।’

গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ মল্লিক বলেন, ‘এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সন্ধ্যায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত
বৈশাখী মেলা বসানো নিয়ে দুই ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষে যুবক নিহত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন