X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শ্রমিকের মৃত্যু, ছুটি না দেওয়ার অভিযোগ সঠিক নয় দাবি মালিকপক্ষের

গাজীপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪০

গাজীপুর সদর উপজেলার মন্ডল ইন্টিমেটস পোশাক কারখানায় শ্রমিকের মৃত্যুর ঘটনায় ছুটি না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কারখানার মালিকপক্ষ। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে মালিকপক্ষ বলছেন, ‘অসুস্থ শরীরে কারখানায় কাজ করার সময় নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ সঠিক নয়। কারখানায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

গত মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেটস পোশাক কারখানার ওই শ্রমিকের মৃত্যু হয়। তার নাম শিমু (২৫)। তিনি শেরপুর সদর উপজেলার পাকুরিয়া চকপাড়া গ্রামের সুমন হোসাইনের স্ত্রী।

মন্ডল ইন্টিমেটস পোশাক কারখানার মহা-ব্যবস্থাপক (অপারেশন) সোহেল রানা বলেন, ‘ওই দিন কারখানা থেকে ছুটি না পেয়ে অসুস্থ শরীরে কাজ করার মতো ঘটনা ঘটেনি। নারী শ্রমিক শিমু কারও কাছ থেকে অসুস্থতাজনিত কারণে ছুটিও চাননি। তার স্বামী সুমন হোসাইন একই প্রতিষ্ঠানে অন্য বিভাগে ফ্লোর ইনচার্জ হিসেবে কর্মরত। শিমু অসুস্থ হওয়ার পর থেকে তার সঙ্গে ছিলেন। শিমুর স্বামীর অনুরোধে শিমুকে গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার জন্য কারখানার পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘সুমন আমাদের বলেছেন তার স্ত্রী সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিলেন। সুস্থ শরীরে কারখানায় এসেছিলেন। সুস্থ থাকায় তার ছুটির প্রয়োজন হয়নি এবং ছুটির আবেদন করেননি। মৃত্যুর বিষয়টি স্থানীয় শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক দুলাল (এএসআই) ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেছেন। মূলত ওয়াশরুমে যাওয়ার সময় অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে যান শিমু। সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় কাজী হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান হৃদরোগে আক্রান্ত হয়েছে। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়। বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়। কাজেই ছুটি না পেয়ে অসুস্থ শরীরে কাজ করায় তার মৃত্যুর তথ্য সঠিক ছিল না।’

/এএম/
সম্পর্কিত
রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
রাজধানীতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!