X
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
১৬ চৈত্র ১৪২৯

ভাইবোন বলে বাসা ভাড়া, লাশ উদ্ধারের পর জানালেন চেনেন না

গাজীপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৬

গাজীপুরের কালীগঞ্জের ফ্ল্যাট বাসা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার নাগরী ইউনিয়নের মাইজ পানজোড়া গ্রামের আরমান কাজীর বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।  বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত পুলিশ ওই লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি।

নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান দাবি করেন, নাগরী ইউনিয়নের মাইজ পানজোড়া গ্রামের আরমান কাজীর বাড়িতে ভাই-বোন পরিচয়ে বাসা ভাড়া নিয়ে প্রায় পাঁচ মাস ধরে বসবাস করে আসছেন খ্রিস্টান ধর্মাবলম্বী পঞ্চাশোর্ধ নারী ও পুরুষ। ওই বাড়ির তৃতীয় তলার উত্তর পাশের তিন কক্ষ বিশিষ্ট ফ্ল্যাট ভাড়া নিয়ে আলাদা আলাদা কক্ষে বসবাস করতে তারা। দিনের বেশিরভাগ সময় বাসার মধ্যেই অবস্থান করতে তারা। 

তিনি বলেন, ওই ভবনের অন্যান্য ভাড়াটিয়ারা মালিককে জানান, গত দুই দিন ধরে তৃতীয় তলার উত্তর পাশের ফ্ল্যাটের দরজা বন্ধ রয়েছে। পরে বাড়ির মালিক আরমান কাজী বুধবার দুপুরে আমাকে বিষয়টি মোবাইলে কল করে জানান। খবর পেয়ে কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মধুসদন পান্ডে বিকাল সাড়ে ৪টায় এসে ওই বাড়ির দরজায় নক করলে দরজা খুলে যায়। পরে ঘরে প্রবশে করে তারা মেঝেতে অগ্নিদগ্ধ লাশ পড়ে থাকতে দেখেন। লাশের পাশেই একটি গ্যাস সিলিন্ডার থেকে চুলায় থাকা সংযোগ লাইনের পাইপ আগুনে পোড়া ছিল। পাশের কক্ষেই ছিল ওই নারী। তার পাসপোর্ট দেখে জানা গেছে, নিহত ব্যক্তি রাজধানীর তেজগাঁও (ফার্মগেট) এলাকার বাসিন্দা।

তিনি আরও বলেন, ওই কক্ষের ভেতরে কোনও আসবাবপত্রসহ অন্য কিছু ছিল না। পাশের অন্য দুই কক্ষেও কোনও আসবাবপত্র চোখে পড়েনি। তবে পাশের কক্ষে থাকা নারী নিহত ব্যক্তিকে চেনেন না বলে পুলিশের কাছে দাবি করেন। ওই নারীর অসংলগ্ন কথাবার্তায় কোনও কিছু বোঝা যায়নি। বাড়ির মালিক তাদের পরিচয় জানাতে না পারলেও ভাই-বোন পরিচয়ে তারা বাসা বাসা ভাড়া নিয়েছে বলে জানান। কিন্তু ওই নারী বিষয়টি অস্বীকার করে বলেন নিহত ব্যক্তিকে তিনি চেনেন না। তারা একসঙ্গে নয়, আলাদা বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।

কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, বাড়ির মালিক আরমান কাজী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ। তবে তাদের কাছ থেকে কোনও তথ্য পাওয়া যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
নদীতে খুঁজেও নাঈমকে পায়নি ডুবুরি দল, ২ দিন পর লাশ ভেসে উঠলো
আবাসিক হোটেলে তরুণীর মৃত্যু, স্বামী পরিচয়ে আসা যুবক আটক
বসতঘর থেকে সত্তরোর্ধ্ব স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান আদালতে
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান আদালতে
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আরকাইভস ও গ্রন্থাগার অধিদফতরে চাকরির সুযোগ
আরকাইভস ও গ্রন্থাগার অধিদফতরে চাকরির সুযোগ
কক্সবাজারে ভারতীয় পর্যটকের মৃত্যু
কক্সবাজারে ভারতীয় পর্যটকের মৃত্যু
সর্বাধিক পঠিত
শাকিবের জন্মদিনে শেষ ছক্কা হাঁকালেন অপু!
শাকিবের জন্মদিনে শেষ ছক্কা হাঁকালেন অপু!
উপজেলা পরিষদে ইউএনওদের ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট
উপজেলা পরিষদে ইউএনওদের ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট
ভাই ডাকায় সরকারি কর্মকর্তা বললেন ‌‘বিসিএস ক্যাডারকে কীভাবে ডাকতে হয় জানেন না?’
ভাই ডাকায় সরকারি কর্মকর্তা বললেন ‌‘বিসিএস ক্যাডারকে কীভাবে ডাকতে হয় জানেন না?’
তরমুজের ক্ষেতে সাড়ে ১৪ মণের শাপলা পাতা মাছ
তরমুজের ক্ষেতে সাড়ে ১৪ মণের শাপলা পাতা মাছ
মামলার পর প্রথম আলোর সাংবাদিক গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী
মামলার পর প্রথম আলোর সাংবাদিক গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী