X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৭

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুই জনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ও শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৃথক স্থান থেকে ‍লাশ উদ্ধার করে পুলিশ।

মৃতদের একজন শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের দড়িখোজেখানী গ্রামের সেকান্দর সিকদারের ছেলে অটোরিকশাচালক আরিফ হোসেন (৪০)। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গভীর বনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজ সকাল ১০টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী গ্রামের ইসমাইল হোসেনের লিচু বাগান থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার (৪০) পরিচয় জানা যায়নি। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী গ্রামের ইসমাইল হোসেনের লিচু বাগানে ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া, লাশ যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছে এতে বুঝা যাচ্ছে দুষ্কৃতকারীরা অন্য কোথাও হত্যা করে রাতে লিচু গাছে ঝুলিয়ে রেখে গেছে। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

আরিফ হোসেনের স্ত্রী সুমি আক্তার জানান, ঢাকা যাওয়ার কথা বলে গত বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়ে যান আরিফ। ঢাকায় পৌঁছে ফোন দেওয়ার কথা থাকলেও ওইদিন রাত সাড়ে ১১টা পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পান। বৃহস্পতিবার বিকালে স্থানীয়রা নয়াপাড়া গ্রামের গভীর বনের ভেতর গজারি গাছের মগডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ওই বনে গিয়ে সুমি দেখেন, আরিফ গজারি গাছের উঁচু ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছেন। 

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
মামার বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কথা-কাটাকাটির জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
খিলগাঁওয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
চোখের জলে পাইলট জাওয়াদকে বিদায়
চোখের জলে পাইলট জাওয়াদকে বিদায়
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
শেষের দিকে সোহেলের ভুলে আবাহনীর ড্র
শেষের দিকে সোহেলের ভুলে আবাহনীর ড্র
মা দিবসে কী উপহার দেবেন মাকে?
মা দিবসে কী উপহার দেবেন মাকে?
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক