X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ডোবা ও জঙ্গলে পোশাক শ্রমিকের সাত টুকরো লাশ

গাজীপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২২, ০৯:১৯আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৯:২৬

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর সবুজ বার্নার্ড ঘোষাল (৩১) নামে এক পোশাক শ্রমিকের সাত টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার পানজোড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে একটি পায়ের কিছু অংশ এখনও পাওয়া যায়নি।

সবুজ বার্নার্ড কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া গ্রামের অমূল্য বার্নার্ড ঘোষালের ছেলে। তিনি পার্শ্ববর্তী পানজোড়া গ্রামের পূর্বাচল অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কোয়ালিটি চেকার (কিউসি) পদে চাকরি করতেন।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন জানান, শনিবার বেলা ১১টার দিকে পূর্বাচল অ্যাপারেলস কারখানার দক্ষিণের ডোবায় কোমরের নিচের অংশ এবং উত্তরের জঙ্গলে দুই হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে কোমর থেকে হাটু পর্যন্ত অংশ, আঙুলবিহীন কাটা দুই হাত ও একটি জিন্সের প্যান্ট উদ্ধার করে। তল্লাশি চালিয়ে বিকালে তার বিচ্ছিন্ন মাথা, কোমর থেকে গলা পর্যন্ত ও এক পায়ের কাটা দুটি খণ্ড বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়। তবে রাত সাড়ে ৭টা পর্যন্ত অপর পায়ের অংশ পাওয়া যায়নি। অবশিষ্টাংশ উদ্ধারে তল্লাশি চলছে।

পুলিশ সুপার আরও জানান, খবর পেয়ে সবুজের স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। দুর্বৃত্তরা হত্যার পর লাশ টুকরো টুকরো করে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজের বাবা অমূল্য বার্নার্ড জানান, গত বুধবার (২৮ অক্টোবর) সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। ওইদিন রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোনও সন্ধান পাননি। পরদিন বৃহস্পতিবার সবুজের কর্মস্থলে গিয়ে জানতে পারেন, বুধবার সকাল ৬টায় কারখানায় প্রবেশ করেন এবং বিকাল ৪টা ৬ মিনিটে কারখানা থেকে বের হয়ে যান তিনি। সন্ধান না পেয়ে বৃহস্পতিবার সবুজের বাবা কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশ হেফাজতে মৃত্যু: ওসি-চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
কমলাপুর রেলস্টেশন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
সর্বশেষ খবর
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার