X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ডোবা ও জঙ্গলে পোশাক শ্রমিকের সাত টুকরো লাশ

গাজীপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২২, ০৯:১৯আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৯:২৬

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর সবুজ বার্নার্ড ঘোষাল (৩১) নামে এক পোশাক শ্রমিকের সাত টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার পানজোড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে একটি পায়ের কিছু অংশ এখনও পাওয়া যায়নি।

সবুজ বার্নার্ড কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া গ্রামের অমূল্য বার্নার্ড ঘোষালের ছেলে। তিনি পার্শ্ববর্তী পানজোড়া গ্রামের পূর্বাচল অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কোয়ালিটি চেকার (কিউসি) পদে চাকরি করতেন।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন জানান, শনিবার বেলা ১১টার দিকে পূর্বাচল অ্যাপারেলস কারখানার দক্ষিণের ডোবায় কোমরের নিচের অংশ এবং উত্তরের জঙ্গলে দুই হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে কোমর থেকে হাটু পর্যন্ত অংশ, আঙুলবিহীন কাটা দুই হাত ও একটি জিন্সের প্যান্ট উদ্ধার করে। তল্লাশি চালিয়ে বিকালে তার বিচ্ছিন্ন মাথা, কোমর থেকে গলা পর্যন্ত ও এক পায়ের কাটা দুটি খণ্ড বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়। তবে রাত সাড়ে ৭টা পর্যন্ত অপর পায়ের অংশ পাওয়া যায়নি। অবশিষ্টাংশ উদ্ধারে তল্লাশি চলছে।

পুলিশ সুপার আরও জানান, খবর পেয়ে সবুজের স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। দুর্বৃত্তরা হত্যার পর লাশ টুকরো টুকরো করে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজের বাবা অমূল্য বার্নার্ড জানান, গত বুধবার (২৮ অক্টোবর) সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। ওইদিন রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোনও সন্ধান পাননি। পরদিন বৃহস্পতিবার সবুজের কর্মস্থলে গিয়ে জানতে পারেন, বুধবার সকাল ৬টায় কারখানায় প্রবেশ করেন এবং বিকাল ৪টা ৬ মিনিটে কারখানা থেকে বের হয়ে যান তিনি। সন্ধান না পেয়ে বৃহস্পতিবার সবুজের বাবা কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

/এসএইচ/
সম্পর্কিত
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
ইউনিয়ন পরিষদে ব্যবসায়ীকে হত্যা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি