X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে বিদায়

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ১৪:০৬আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৪:২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. আরমিন আহমেদ নামে এক নেতা। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে দুধ দিয়ে গোসলের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন আরমিন। এরপর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, প্রায় এক যুগ পর গত বুধবার পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খানের সই করা ১৯ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আরমিন আহমেদকে ১ নম্বর সহ-সভাপতি করা হয়েছে। উপজেলা কমিটি গঠন নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে কাদা ছোড়াছুড়ি চলছে। 

আরমিন আহমেদ

কমিটি ঘোষণার পর আরমিন আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন ৭টা মামলার আসামি, সর্বোচ্চ গ্রাইন্ড নিয়ে গত ১ বছর পুলিশের হয়রারি। বিদায় বেলায় পেশাগত জীবনে পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম। ছাত্রদল আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি, আবেগে ভেজালের স্থান নেই। ভালো থাকবেন প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ভালবাসার সুলতান গ্যাং...দ্যা কোল্ড ব্লাডেড মার্ডারার। প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না। প্রকৃতি সঠিক সময়ে ফিরিয়ে দেয়, দেবে, অপেক্ষায় থাকলাম।’

এর আগে আরেক পোস্টে লিখেছেন, ‘আমার প্রিয় ছাত্রলীগ, আমার প্রাণের ছাত্রলীগ। এক যুগ সাধনার স্বপ্ন বুকে ধারণ করে আজকে থেকে বিদায় নিলাম। যাদের প্রতি অগাধ বিশ্বাস ছিল, যাদের সুসময়ে না দূর সময় পাশে ছিলাম, তারা এমনই ভালোবাসা দিল সারা জীবনে ভুলতে পারবো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইলো।’

এ বিষয়ে জানতে চাইলে আরমিন আহমেদ বলেন, ‘আমি ছাত্রদল থেকে আসা সভাপতির পদ পাওয়া ব্যক্তির পেছনে রাজনীতি করতে পারবো না। আমরা সিনিয়রদের বয়সের কারণে কমিটিতে রাখা হয়নি। ঘোষিত কমিটিতে আমি সিনিয়র। সভাপতি করা হলে আমাকে করা হবে। আমি কোন পদে প্রার্থী তা না জিজ্ঞেস করেই ফেসবুকে কমিটি ঘোষণা করা হয়েছে। দল ক্ষমতা থাকার পরও ১২ বছর যে রাজনীতি করতে গিয়ে আমার অর্জন ৭টি মামলার আসামি। জেলে বসে পরীক্ষা দেওয়া, সেখান থেকে এমনটা পাবো স্বপ্নেও ভাবতে পারিনি। তাই আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ছাত্র রাজনীতির ইতি টানলাম। তবে পদত্যাগ করিনি। যদি কমিটি পুনর্গঠন করা হয়, তাহলে  রাজনীতিতে ফিরে আসবো।’

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিন পর পাকুন্দিয়ায় একটি কমিটি দেওয়া হয়েছে। সবাইকে যার যার পছন্দমতো পদ এবং সন্তুষ্ট করা যায় না। সেজন্য অনেকে নানা মাধ্যমে নানা কথা বলে কমিটির বিরুদ্ধে কুৎসা রটচ্ছে। সময়ে সবকিছু ঠিক হয়ে যাবে।’

/এসএইচ/
সম্পর্কিত
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোবায়েল গ্রেফতার
ক্লাস করতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ
আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
নানা আনুষ্ঠানিকতায় বান্দরবানে পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা
নানা আনুষ্ঠানিকতায় বান্দরবানে পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা
যুদ্ধবিরতি: মে মাসেই আইপিএল শুরু করতে চায় বিসিসিআই
যুদ্ধবিরতি: মে মাসেই আইপিএল শুরু করতে চায় বিসিসিআই
ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি ট্রাম্পের
ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি ট্রাম্পের
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ