X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

শত বছরের লক্ষ্মী প্রতিমার হাট

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ১৪:২৭আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৪:২৭

এবারও জমে উঠেছিল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শত বছরের লক্ষ্মী প্রতিমার হাট। লক্ষ্মী পূজা উপলক্ষে উপজেলার বেশ কয়েকটি স্থানে শত বছর ধরে লক্ষ্মী প্রতিমার এই হাট বসে।

জানা গেছে, প্রতি বছর দুর্গাপূজার বিজয় দশমীর পর থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ার কালিগঞ্জ, পীড়ারবাড়ী, কান্দি, ধারাবাসাইল, শুয়াগ্রাম, চৌধুরীরহাট, ঘাঘর, কলাবাড়ি, রামশীল, জহরেরকান্দি, ওয়াপদারহাট, নৈয়ারবাড়ি, রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, মনোহর মার্কেট, পশ্চিমপাড়, রাজাপুর, কুশলা, লাখিরপাড় ও হিরণে লক্ষ্মী প্রতিমার হাট বসে। গত শনিবার (৮ অক্টোবর) ভোর থেকে পূজা শুরু হয়ে রবিবার (৯ অক্টোবর) রাত পর্যন্ত চলে। হিন্দু ধর্মালম্বীদের বাড়িতে মণ্ডপ তৈরি করে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিটি মণ্ডপের জন্য একটি করে লক্ষ্মী প্রতিমা স্থাপন করা হয়। এই উপলক্ষে কোটালীপাড়ায় বসে লক্ষ্মী প্রতিমার হাট।

হাট ঘুরে দেখা যায়, সনাতন ধর্মাবলম্বীরা যে যার পছন্দ মতো লক্ষ্মী প্রতিমা কিনছেন। ছোট প্রতিমা বিক্রি হয় ১০০ টাকা থেকে ২০০ টাকায় এবং বড় প্রতিমা ২০০ থেকে দেড় হাজার টাকায় বিক্রি হয়। যে যার সাধ্যমতো প্রতিমা কেনেন। পাশাপাশি এসব হাটে পূজার উপকরণ হিসেবে বিক্রি হয় নলডুগলি লতা, কলাগাছ, হলুদগাছ, পদ্ম ফুল ও শোলার মালা।

লক্ষ্মী পূজা উপলক্ষে শত বছর ধরে প্রতিমার হাট বসে

উপজেলার রাঢ়ীর বিল গ্রামের মৃৎশিল্পী অজিত পাল বলেন, ‘উপজেলার অন্তত ২০টি স্থানে শত বছর ধরে লক্ষ্মী প্রতিমার হাট বসে। আমাদের পূর্ব পুরুষেরা এসব হাটে প্রতিমা বিক্রি করেছেন। আমরাও প্রতিমা বিক্রি করি। এখানে প্রতিটি হাটে আমাদের এসব অঞ্চলের তৈরি প্রতিমাই বিক্রি হয়।’

উপজেলার গোপালপুর গ্রামের সমীর কুমার বিশ্বাস বলেন, ‘আমরা সনাতন ধর্মাবলম্বীরা ঘরে ঘরে লক্ষ্মী দেবীর পূজা করি। লক্ষ্মী দেবী তুষ্ট হলে ধন, সম্পদ ও ফসলে ধরণী পরিপূর্ণ হয়ে ওঠে। সংসার থেকে অভাব-অনটন দূর হয়। পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে থাকতে পারি। তাই প্রতিমার হাটে প্রচুর প্রতিমা বিক্রি হয়। আমরা বংশপরম্পরা এসব হাট থেকেই প্রতিমা কিনে আসছি।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘কোটালীপাড়ার ঘরে ঘরে লক্ষ্মীপূজার উৎসব হয়। এই পূজাকে কেন্দ্র করে পাঁচ দিন আগে থেকে প্রায় ২০ স্থানে প্রতিমার হাট বসেছিল। শত বছর ধরে এসব হাটে প্রতিমা কেনাবেচা হয়ে আসছে।’

উৎসবমুখর পরিবেশে হাটগুলো থেকে ক্রেতা-বিক্রেতারা প্রতিমা কেনাকাটা করেন। হাটগুলো আরও শত শত বছর টিকে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
‘বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে’
গোপালগঞ্জে ভ্যান চুরির মীমাংসা করতে বসে উল্টো সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে ‘কিশোর গ্যাংয়ের’ ৮ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!