X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘আগামী নির্বাচনে হারিকেন দিয়ে জাতীয় পার্টিকে খুঁজতে হবে’

মাদারীপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ১৯:১৫আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৯:১৫

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘আর কয়েকটা দিন বাকি, ১০ ডিসেম্বরের পর নাকি খালেদা জিয়ার কথায় দেশ চলবে। তাহলে আমরা এই কয়েকটা দিন অপেক্ষা করি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় কারাগারের পরিবর্তে বাসায় আছেন যে খালেদা জিয়া তার কথায় নাকি প্রশাসন চলবে। কথা বলারও একটা যোগ্যতা লাগে, ক্ষমতা লাগে। এ ধরনের কথা বলে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে বিএনপি। ১০ ডিসেম্বরের পর সরকার ও প্রশাসন তো দূরের কথা খালেদা জিয়ার কথায় তার দল চলে কিনা সন্দেহ আছে। বিএনপি ছেলের কথায় চলবে নাকি মায়ের কথায় চলবে সেটা দেখার জন্য ১০ ডিসেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

শনিবার (২৯ অক্টোবর) মাদারীপুরের শিবচর রিজিয়া বেগম মহিলা কলেজের বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির টানাপোড়েন নিয়ে চিফ হুইপ বলেন, ‘আগামীকাল রবিবার সংসদ বসবে। জাতীয় পার্টিতে ভাবি-দেবরের গণ্ডগোল চলছে। এক চেয়ার নিয়ে গণ্ডগোল তাদের। ওই চেয়ারে ভাবি বসবে নাকি দেবর বসবে তারও সমাধান হবে।’

তিনি বলেন, ‘১৯৮৬ সালে হুসেইন মুহাম্মদ এরশাদ যে পাপ করেছিলেন, ১৯৮৮ সালে যে অন্যায় করেছিলেন, ট্রাকচাপা দিয়ে ছাত্র হত্যা করেছেন আজকের গণ্ডগোল তারই ফসল। পাপ কখনও বাপকে ছাড়ে না। এরশাদ সাহেবের পাপ তার দলের মধ্যে এসে গেছে। এতদিন আওয়ামী লীগের সঙ্গে জোটে থেকে বিরোধী দলে ছিল। এবার এমন অবস্থা শুরু করেছে এরশাদের ভাই শেষ পেরেকটা মেরে দিচ্ছে। আগামী নির্বাচনে হারিকেন দিয়ে জাতীয় পার্টিকে খুঁজতে হবে। বিগত সময়ে আওয়ামী লীগের দয়ায় কিছু আসন পেয়েছে। আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টির কোন নেতা এমপি হবে? কোন আসনে হবে তা বলুক তারাই।’

এরপর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণসহ কয়েকটি বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন চিফ হুইপ।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাজাহান মোল্লা ও সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম।

/এএম/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
মাদারীপুরে ২ পক্ষের সংঘর্ষে আহত ২০
সর্বশেষ খবর
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত