X
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
২১ অগ্রহায়ণ ১৪৩০

ইউএনওর ওপর হামলার অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

শরীয়তপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২২, ০৩:৫৭আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৪:২৭

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহ আলম ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হাই আহত হয়েছেন।

মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রামভদ্রপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে রাতে ভেদরগঞ্জ থানায় দুজনের নাম উল্লেখ করে চার জনের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের হাজী আব্দুল জলিল মীরের ছেলে মীর মোস্তফা ওরফে জাপানি মোস্তফা (৫৮) ও একই এলাকার মৃত গনি মীর মালতের ছেলে জিন্না মীর মালত (৬০)। মীর মোস্তফা ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে রামভদ্রপুর এলাকায় সরকারি খাস জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর তোলা হয়। এরই মধ্যে প্রকল্পের ঘরের সামনে লাগানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কে বা কারে ভেঙে ফেলেছেন। সে খোঁজখবর নিতে যান স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহ আলম ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হাই। তারা সেখানে গেলে মীর মোস্তফা সহযোগীদের নিয়ে এসে বলেন, এটা আমার জায়গা। আমি কাউকে দখল করতে দেবো না। এ নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহ আলম ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হাইকে মারধর করেন মীর মোস্তফা। এ অবস্থায় ভূমি সহকারী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি সহকারী কর্মকর্তাকে খবর দেন।

রেজা শাহ আলম বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্প  পরিদর্শনে যাই। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু ও  প্রধানমন্ত্রীর ছবি সংবলিত সাইনবোর্ড ছিল। সেটি ভেঙে ফেলা হয়েছে। এছাড়া প্রকল্পের ঘরের পাশে মীর মোস্তফা কবরস্থান করেছেন। আমাদের দেখে সেখানে লোকজন নিয়ে জড়ো হন তিনি। আমি প্রতিবাদ করলে প্রথমে চড়াও হন পরে মারধর করেন। আমাকে ছাড়াতে এলে বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হাইকেও মারধর করেন। তিনি আমাদের হুমকি দিয়ে বলেছেন, এরপর যদি কেউ এখানে সাইনবোর্ড লাগাতে আসে তাহলে জীবন নিয়ে ফিরতে পারবে না। বিষয়টি ইউএনওকে জানাই।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে বলেছিলাম ভুক্তভোগীদের। তখন মীর মোস্তফা আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। আমি তার কথা না শুনলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে জানালে লোকজন নিয়ে আমার ওপর হামলা করেন। তিনি দীর্ঘদিন সরকারি ওই জমি দখলের চেষ্টা করছেন। আমাদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে জানতে মীর মোস্তফার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

ভেদরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হামলাকারীরা এলাকা থেকে পালিয়েছে। তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

/এলকে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রামের ক্রস মেসেজিং
বন্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রামের ক্রস মেসেজিং
ফিলিস্তিনে হত্যাকাণ্ডের প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন
ফিলিস্তিনে হত্যাকাণ্ডের প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন
গাজা ইস্যুতে জাতিসংঘ মহাসচিবের বিরল পদক্ষেপ
গাজা ইস্যুতে জাতিসংঘ মহাসচিবের বিরল পদক্ষেপ
যাত্রাবাড়ীতে চলন্ত বাসে পেট্রোল নিক্ষেপ, যুবক দগ্ধ
যাত্রাবাড়ীতে চলন্ত বাসে পেট্রোল নিক্ষেপ, যুবক দগ্ধ
সর্বাধিক পঠিত
ড্রাগন ফল নিয়ে বিভ্রান্তি
ড্রাগন ফল নিয়ে বিভ্রান্তি
আজকের আবহাওয়া: ভারী বর্ষণ এবং তাপমাত্রা কমার পূর্বাভাস
আজকের আবহাওয়া: ভারী বর্ষণ এবং তাপমাত্রা কমার পূর্বাভাস
আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য
আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
জামায়াতকে একমঞ্চে আনার উদ্যোগ বিএনপির, যুগপৎ ভেঙে যাওয়ার শঙ্কা
জামায়াতকে একমঞ্চে আনার উদ্যোগ বিএনপির, যুগপৎ ভেঙে যাওয়ার শঙ্কা