X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় আইনজীবী হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২২, ০৪:৩১আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৪:৩১

বগুড়ায় চাঞ্চল্যকর শিক্ষানবিশ আইনজীবী আবদুল বারী ওরফে চান মিয়া মন্ডল (৪০) হত্যার মূল পরিকল্পনাকারী রঞ্জন প্রামাণিককে (৩৮) গ্রেফতার করা হয়েছে। রবিবার (৬ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা শনিবার গভীর রাতে তাকে শহরের কলোনি চকফরিদ এলাকার বাড়ি থেকে গ্রেফতার করেন।

গ্রেফতার রঞ্জন প্রামাণিক পেশায় ঠিকাদার। তিনি শহরের কলোনি চকফরিদ এলাকার আবদুর রশিদ প্রামাণিকের ছেলে।

র‌্যাব-১২ বগুড়া কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম ও থানা পুলিশ সূত্র জানায়, গত ১ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে শহরের কলোনি চকফরিদ এলাকার বাড়ি থেকে আদালতে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শিক্ষানবিশ আইনজীবী আবদুল বারী ওরফে চান মিয়া মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। বগুড়া শজিমেক হাসপাতালের আইউসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৫ নভেম্বর সকালে তিনি মারা যান। এর আগে তার স্ত্রী রুনা মাহমুদের হামলা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে।

এ হত্যাকাণ্ডে এজাহারনামীয় ১ নম্বর আসামি আবদুর রহিম তার চাচাশ্বশুর ও ৫ নম্বর আসামি মেহেদী তার শ্যালক, শফিকুলসহ কয়েকজন সরাসরি অংশ নেন। তারা কুড়াল দিয়ে চান মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। নিহতের স্ত্রী রুনা মাহমুদ থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করেন।

র‌্যাব কমান্ডার আরও জানান, আসামিদের গ্রেফতারে তারা মাঠে নামেন। পলাতক আসামি আবদুর রহিম ও সাকিবের মোবাইল ফোনের নম্বর যাচাই করে দেখা যায়, চান মিয়াকে হত্যার মূল পরিকল্পনাকারী রঞ্জন প্রামাণিক। দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার সঙ্গে বিরোধ চলে আসছে। এর জের ধরে তিনি (রঞ্জন) চাচাশ্বশুর রহিম ও শ্যালক মেহেদীকে হত্যা করার নির্দেশ দেয়। আসামিরা পূর্ব পরিকল্পনা অনুসারে চান মিয়া মন্ডলকে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করার পর বাড়ি থেকে রঞ্জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

তিনি বলেন, রঞ্জন অ্যাডভোকেট চান মিয়া মন্ডল হত্যার মূল পরিকল্পনাকারী। এলাকার চিহ্নিত সন্ত্রাসী রঞ্জনের নামে চারটি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে। জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে আইনজীবী চান মিয়াকে হত্যার পরিকল্পনা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, র‌্যাবের অভিযানে গ্রেফতার রঞ্জন সন্ধিগ্ধ আসামি। তাকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিগগিরই আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

/এনএআর/
সম্পর্কিত
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
৮ জনকে গ্রেফতারের পর ডিবি’র দাবিমাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ