X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

‘আমার মা ও তার স্বপ্নগুলো মালদ্বীপের আগুনে পুড়ে গেছে’

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
১৪ নভেম্বর ২০২২, ১০:৪৬আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১০:৫০

‘আমার বাবা অসুস্থ থাকায় পরিবারের হাল ধরতে ২০১০ সালে মালদ্বীপে যান মা। তার স্বপ্ন ছিল বাবার চিকিৎসা করানো ও পরিবারের সচ্ছলতা ফেরানো। কিন্তু আমার মা ও তার স্বপ্নগুলো মালদ্বীপের আগুনে পুড়ে গেছে। কখনও ভাবিনি এভাবে মায়ের মৃত্যু হবে। তার স্বপ্নগুলো আর পূরণ হলো না।’

কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন মালদ্বীপের রাজধানী মালেতে অগ্নিকাণ্ডে নিহত আছিয়া বেগমের (৫০) বড় মেয়ে নুর নাহার। গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে মালেতে একটি বাড়িতে আগুন লেগে ১০ শ্রমিক নিহত হন। তাদের মধ্যে আছিয়া বেগম একজন। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের পীরপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

জানা গেছে, অপ্রাপ্ত বয়সে দিনমজুর ইসমাইলের সঙ্গে বিয়ে হয় আছিয়ার। কয়েক বছর পর ইসমাইল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাদের চার ছেলে-মেয়ে। ইসমাইল অসুস্থ থাকায় দিনমজুরের কাজ শুরু করেন আছিয়া। কিন্তু সামান্য আয়ে পাঁচ জনের সংসার চালানো দুঃসাধ্য হয়ে পড়ে। কোনও দিশা না পেয়ে এক লাখ ২০ হাজার টাকা ঋণ করে ২০১০ সালে মালদ্বীপে পাড়ি জমান আছিয়া। সেখানে গৃহকর্মীর হিসেবে কাজ শুরু করেন। 

দীর্ঘ এই সময়ে আছিয়া স্বামীর চিকিৎসা করাতে গিয়ে সংসারে সচ্ছলতা ফেরাতে পারেননি। তবে চার ছেলে-মেয়েকে বিয়ে দিয়েছেন। দুই ছেলেকে বিয়ে করানোর পর তারা আলাদা হয়ে যান। বর্তমানে আছিয়ার বড় ছেলে রিকশাচালক ও ছোট ছেলে ইটভাটা শ্রমিক হিসেবে কাজ করছেন। ছেলেরা আলাদা হওয়ায় স্বামীর দেখাশোনা করতে তাকে দুই মেয়ে ও তাদের জামাইকে বাড়িতেই রেখেছেন। 

আছিয়া বেগমের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে

গত ১০ নভেম্বর সকাল ১০টায় হঠাৎ তার বড় মেয়ে নুর নাহারের মোবাইল ফোনে মালদ্বীপ থেকে কল আসে মা। এক ব্যক্তি আছিয়ার মৃত্যুর খবর জানান। কান্নায় ভেঙে পড়েন নুর নাহার। মুহূর্তে পুরো বাড়িতে নেমে আসে শোকের ছায়া।

নুর নাহার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বাবা অসুস্থ থাকায় পরিবারের হাল ধরতে মা মালদ্বীপে যান। তার স্বপ্ন ছিল বাবার চিকিৎসা ও পরিবারের সচ্ছলতা ফেরানো। কিন্তু আমার মায়ের স্বপ্নটা মালদ্বীপের আগুনে পুড়ে গেছে। কখনও ভাবিনি এভাবে মায়ের মৃত্যু হবে। তার স্বপ্নটা আর পূরণ হলো না।’

আরও পড়ুন: মালদ্বীপে আগুনে পুড়ে বাংলাদেশিসহ ১০ বিদেশি শ্রমিকের মৃত্যু

তিনি আরও বলেন, ‘মায়ের মরদেহ ফেরত চাই। মায়ের মুখটা শেষবারের মতো দেখতে চাই। হয়তো একদিন পরিবারে সচ্ছলতা ফিরে আসবে, কিন্তু মাকে আর কখনও ফিরে পাবো না। আমার মায়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।’

আছিয়া বেগমের স্বামী ইসমাইল হোসেন বলেন, ‘সব দোষ আমার। আমার জন্যই সে বিদেশে গিয়েছিল। বিদেশে না গেলে আজ হয়তো এভাবে মৃত্যু হতো না। আমার স্ত্রীর মরদেহ দেখতে চাই। তাকে নিজ হাতে কবর দিতে চাই। টাকা চাই না, আমার স্ত্রীর মরদেহ চাই।’

আছিয়া বেগমের ছোট ভাই তাজমল হোসেন বলেন, ‘অল্প বয়সে আমার বোনকে বিয়ে দিয়েছিলাম। বিয়ের কিছুদিন পর থেকেই তার সংসারে নেমে আসে অভাব-অনটন। স্বামী অসুস্থ হওয়ার পর আপা নিজেই দিনজমুরের কাজ করতো। স্বামী অসুস্থ ও ছেলে-মেয়ে ছোট থাকায় নিজেই সংসারের হাল ধরতে মালদ্বীপে যান।  কিন্তু আর ফিরলো না।’

স্থানীয় ইউপি সদস্য আজহারুল ইসলাম বলেন, ‘আছিয়ার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তার পরিবার খুবই দরিদ্র। তাদের সহায়তার জন্য চেয়ারম্যানের সঙ্গে কথা বলা হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ছুরিকাঘাতে যুবককে হত্যা, দাফনের পর অভিযুক্ত তিন জনের বাড়িতে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
সর্বশেষ খবর
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
সীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল