X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ১৮:৩৭আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৮:৩৭

ফরিদপুরে স্ত্রী রিনা বেগমকে (২৬) হত্যার দায়ে স্বামী হাসান মাতুব্বরকে (৩৪) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। রায়ের পর তাকে পুলিশের পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হাসান মাতুব্বর ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বাসিন্দা। রিনা একই উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের মো. শাহাজাহান শেখের মেয়ে। ২০১২ সালে তাদের বিয়ে হয়। তানিসা (৭) ও তালহা (৫) নামে তাদের একটি মেয়ে ও ছেলে আছে।

বিয়ের পর হাসান স্ত্রীকে নিয়ে ঢাকা চলে যায়। এরপর থেকে স্বামী পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করে। ঘটনাটি রিনা তার বাবার বাড়িতে জানান। এরপর বাবার পরিবার দুই সন্তানসহ রিনাকে বাড়িতে নিয়ে আসে।

এর ছয় মাস পর রিনা ফরিদপুরে কাজের জন্য আসেন। তিনি শহরের চরকমলাপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঢাকা থেকে চলে আসায় শ্বশুর বাড়ির লোকজন ক্ষিপ্ত হন। রিনার মৃত্যুর দেড় মাস আগে স্বামী হাসান মাতুব্বর ফরিদপুর শহরে রিনার ভাড়া বাসায় আসেন। সেখানে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন। কয়েকদিন যাওয়ার পর পুনরায় কলহের সৃষ্টি হয়। এর জেরে ২০২০ সালের ১৩ জানুয়ারি দিবাগত রাতে মারধর ও শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই ইলিয়াস বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় হাসান ও তার ভাই রবিউল মাতুব্বরকে (২২) আসামি করে  হত্যা মামলা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি সানোয়ার হোসেন বলেন, ২০২০ সালের ২৫ নভেম্বর স্বামী হাসান মাতুব্বরের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এসআই অসীম বিশ্বাস। অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয় রবিউল মাতুব্বরকে। আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

/এফআর/
সম্পর্কিত
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
সর্বশেষ খবর
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!