X
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
১৩ আশ্বিন ১৪৩০

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ১৮:৩৭আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৮:৩৭

ফরিদপুরে স্ত্রী রিনা বেগমকে (২৬) হত্যার দায়ে স্বামী হাসান মাতুব্বরকে (৩৪) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। রায়ের পর তাকে পুলিশের পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হাসান মাতুব্বর ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বাসিন্দা। রিনা একই উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের মো. শাহাজাহান শেখের মেয়ে। ২০১২ সালে তাদের বিয়ে হয়। তানিসা (৭) ও তালহা (৫) নামে তাদের একটি মেয়ে ও ছেলে আছে।

বিয়ের পর হাসান স্ত্রীকে নিয়ে ঢাকা চলে যায়। এরপর থেকে স্বামী পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করে। ঘটনাটি রিনা তার বাবার বাড়িতে জানান। এরপর বাবার পরিবার দুই সন্তানসহ রিনাকে বাড়িতে নিয়ে আসে।

এর ছয় মাস পর রিনা ফরিদপুরে কাজের জন্য আসেন। তিনি শহরের চরকমলাপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঢাকা থেকে চলে আসায় শ্বশুর বাড়ির লোকজন ক্ষিপ্ত হন। রিনার মৃত্যুর দেড় মাস আগে স্বামী হাসান মাতুব্বর ফরিদপুর শহরে রিনার ভাড়া বাসায় আসেন। সেখানে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন। কয়েকদিন যাওয়ার পর পুনরায় কলহের সৃষ্টি হয়। এর জেরে ২০২০ সালের ১৩ জানুয়ারি দিবাগত রাতে মারধর ও শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই ইলিয়াস বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় হাসান ও তার ভাই রবিউল মাতুব্বরকে (২২) আসামি করে  হত্যা মামলা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি সানোয়ার হোসেন বলেন, ২০২০ সালের ২৫ নভেম্বর স্বামী হাসান মাতুব্বরের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এসআই অসীম বিশ্বাস। অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয় রবিউল মাতুব্বরকে। আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

/এফআর/
সম্পর্কিত
চেয়ারম্যানসহ বিএনপির ১১ নেতাকর্মী কারাগারে
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুতে আদালতে যাবে না বিএনপি
দিনাজপুরে তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
সর্বশেষ খবর
সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি: কৃষিমন্ত্রী
সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি: কৃষিমন্ত্রী
বিবেকের তাড়নায় পাবনায় উন্নয়ন কাজ করছি, এটা আমার দায়িত্ব: রাষ্ট্রপতি
বিবেকের তাড়নায় পাবনায় উন্নয়ন কাজ করছি, এটা আমার দায়িত্ব: রাষ্ট্রপতি
ভিনিসিয়ুসের প্রত্যাবর্তন ম্যাচে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ
ভিনিসিয়ুসের প্রত্যাবর্তন ম্যাচে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী
সর্বাধিক পঠিত
মালদ্বীপের আদলে সাজছে সেন্টমার্টিন, ঢল নামবে দেশি-বিদেশি পর্যটকের
মালদ্বীপের আদলে সাজছে সেন্টমার্টিন, ঢল নামবে দেশি-বিদেশি পর্যটকের
হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও তামিমকে বিশ্বকাপে পাঠাতে আইনি নোটিশ
হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও তামিমকে বিশ্বকাপে পাঠাতে আইনি নোটিশ
যে কারণে থাকছে না ৩ দিনের ইন্টারনেট প্যাকেজ
মোবাইল ইন্টারনেটের দাম বাঁধা হবে তো?যে কারণে থাকছে না ৩ দিনের ইন্টারনেট প্যাকেজ
৬ দিনে রিজার্ভ কমলো আরও ৩০ কোটি ডলার
৬ দিনে রিজার্ভ কমলো আরও ৩০ কোটি ডলার
‘আসল’ ঘটনা জানাবেন তামিম!
‘আসল’ ঘটনা জানাবেন তামিম!