X
সোমবার, ২০ মার্চ ২০২৩
৬ চৈত্র ১৪২৯

আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

রাজবাড়ী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২২, ১৭:৪৬আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৭:৪৬

রাজবাড়ীর গোয়ালন্দে আনন্দ উল্লাস করে মোটরসাইকেল শোডাউন করেছে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে যাওয়ায় সমর্থকরা বাঁশির তালে তালে উল্লাস করে মোটরসাইকেল শোডাউন করেন।

শনিবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে শোডাউনটি বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই শতাধিক আর্জেন্টিনা সমর্থক তাদের প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনে যোগ দেন। শোডাউনে ছোট-বড় সব বয়সের ও নানা শ্রেণিপেশার সমর্থকরা গায়ে জার্সি, হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা নিয়ে অংশ নেন। শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় মেসি ভক্তদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বাঁশির তালে তালে মেতে ওঠেন তারা। এলাকার বাসা-বাড়ি, দোকান থেকে শিশুসহ বিভিন্ন বয়সের লোকজন তা উপভোগ করেন।

শোডাউনটির আয়োজক কমিটির অন্যতম সদস্য ও গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর মো. নাসির উদ্দিন রনি বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনা সমর্থন করে। আমি ম্যারাডোনার সময় থেকেই আর্জেন্টিনার ভক্ত। তাই প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি করেছি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ তাই এ বিশ্বকাপটি খুবই স্পেশাল।

শোডাউনে থাকা আর্জেন্টিনার সমর্থক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবির হোসেন রিদয় বলেন, আর্জেন্টিনা আমাদের প্রিয় দল। এবারের কাতার বিশ্বকাপ ফুটবল আসরে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। একটি দলে একজন স্টার থাকে। কিন্তু এ দলে সবাই স্টার। ছোট বেলা থেকে দলটি সাপোর্ট করি। এ আসরে প্রতিটি খেলায় মাতিয়ে তুলেছে দলটি এবং বিশ্বকাপের ট্রফি মেসির হাতেই উঠবে।

অপর আরেক আর্জেন্টিনার সমর্থক ও পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল বলেন, এবার আর্জেন্টিনা খুব ভালো খেলছে। মেসির হাতেই কাপটি উঠবে এমনটাই আশা সমর্থক হিসেবে।

/এফআর/
সর্বশেষ খবর
আমরা শাসক না, সেবক হতে চাই: র‌্যাব ডিজি
আমরা শাসক না, সেবক হতে চাই: র‌্যাব ডিজি
ট্রফি জিতেই বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ
ট্রফি জিতেই বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ
‘প্রাকৃতিক দুর্যোগ উপকূলীয় এলাকায় হাইপারটেনশন বাড়াচ্ছে’
‘প্রাকৃতিক দুর্যোগ উপকূলীয় এলাকায় হাইপারটেনশন বাড়াচ্ছে’
ইউল্যাবে নতুন লাইব্রেরি উদ্বোধন
ইউল্যাবে নতুন লাইব্রেরি উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিক্ষা ক্ষেত্রে সাবিলার বড় অর্জন, নেটিজেনের খোঁচা, অতঃপর...
শিক্ষা ক্ষেত্রে সাবিলার বড় অর্জন, নেটিজেনের খোঁচা, অতঃপর...
পুতিনের গ্রেফতারি পরোয়ানায় বিপাকে দক্ষিণ আফ্রিকা
পুতিনের গ্রেফতারি পরোয়ানায় বিপাকে দক্ষিণ আফ্রিকা
ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে নামতেই নিয়ে গেলো ছিনতাইকারী
ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে নামতেই নিয়ে গেলো ছিনতাইকারী
রেমিট্যান্সের পালে হাওয়া
রেমিট্যান্সের পালে হাওয়া
দেশ ছাড়লেন শাকিবের সেই প্রযোজক!
দেশ ছাড়লেন শাকিবের সেই প্রযোজক!