X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কেমন আছেন দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ীরা?

মইনুল হক মৃধা, রাজবাড়ী
২২ ডিসেম্বর ২০২২, ০৮:০০আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০৮:০০

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের সেই চিরচেনা দৃশ্য এখন আর নেই। বদলে গেছে ঘাট ও আশপাশের এলাকার চিত্র। কয়েক মাস আগেও যে ঘাটে যান বাহনের জটলা থাকতো, ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের সারি দেখা যেতো, ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় বসে থাকতে হতো যাত্রীদের—এখন সেই ঘাট ফাঁকা। পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া ঘাটে যানবাহনের জটলা তো দূরের কথা, আশপাশের এলাকা এখন প্রায় জনশূন্য।

স্থানীয়রা বলছেন, পদ্মা সেতু চালুর পর গত ছয় মাসে দৌলতদিয়া ঘাট দিয়ে পদ্মা পারাপারে যানবাহন কমে গেছে। ঘাট এলাকায় নেই যানবাহনের দীর্ঘ সারি। বলা যায় এই পথে মানুষের যাতায়াত একেবারে নেই। তাই ঘাট এলাকায় বন্ধ হয়ে গেছে শতাধিক খাবার হোটেল, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। যেগুলো আছে সেগুলোতে বেচাকেনা কম। অনেক ব্যবসায়ী পেশা বদলে চলে গেছেন অন্য পেশায়।

বুধবার (২১ ডিসেম্বর) বিকালে সরেজমিনে দেখা গেছে, গোয়ালন্দ উপজেলার পদ্মাপাড়ে কৃষিক্ষেতে কাজ করছেন কয়েকজন নারী। হঠাৎ অচেনা মানুষ দেখে মুখ লুকানোর চেষ্টা করেন তারা।

ঘাটে যেসব হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলোতেও বেচাকেনা কম

নাম প্রকাশ ও ছবি না তোলার শর্তে এক নারী বলেন, ‘পেটের দায়ে কৃষিক্ষেতে কাজ করতে নেমেছি। পদ্মার ভাঙনে কয়েক বছর আগে নদীতে ঘরবাড়ি চলে গেছে। তারপর দৌলতদিয়া ঘাটে স্বামী হকারি ব্যবসা করে সংসার চালাতেন। পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া ঘাটে মানুষের যাতায়াত কমে গেছে। এখন স্বামী শ্রমিকের কাজ করেন। আমিও তাই করছি।’ 

দৌলতদিয়া ঘাটে শিল্প-কারখানা গড়ে উঠলে মানুষের কর্মসংস্থান হতো জানিয়ে তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু চালুর ফলে মানুষের জীবনযাত্রা গতিশীল হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বদলে গেছে। এখন দৌলতদিয়া ঘাটে শিল্প-কারখানা গড়ে উঠলে আমাদেরও জীবনযাত্রা বদলে যেতো।’

ফেরিঘাট সূত্রে জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া ফেরিঘাট। নানা ভোগান্তির মধ্যেও এই ঘাট দিয়ে লাখ লাখ মানুষের যাতায়াত ছিল। ঘাটে এসে ফেরি পাওয়া ছিল দুষ্কর। ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের ঘাটে বসে থাকতে হতো।

গত ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাতায়াত কমে গেছে মানুষের। কমে গেছে যানবাহন ও যাত্রীর সংখ্যা। এখন যাত্রী ও যানবাহনের জন্য প্রতিটি ফেরিকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। বাধ্য হয়ে অর্ধেক ফেরি বসিয়ে রেখেছেন কর্তৃপক্ষ। 

পদ্মা সেতু চালুর পর গত ছয় মাসে দৌলতদিয়া ঘাট দিয়ে পদ্মা পারাপারে যানবাহন কমে গেছে

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আগে প্রতিদিন দৌলতদিয়া ঘাট দিয়ে সব মিলিয়ে সাত-আট হাজার যানবাহন পারাপার হতো। বর্তমানে দেড় হাজারের মতো যানবাহন পারাপার হয়। স্বাভাবিক কারণে ফেরির জন্য অপেক্ষমান মানুষের প্রয়োজনে দৌলতদিয়া ঘাট এলাকার দুই কিলোমিটারজুড়ে গড়ে উঠেছিল শত শত দোকানপাট, হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান। এসব ব্যবসা প্রতিষ্ঠানের ৮০ শতাংশ বন্ধ হয়ে গেছে। ফেরির অপেক্ষায় থাকা যাত্রীদের ঘিরে ঘাট এলাকায় ছিল নানা পণ্যের শত শত হকার। বর্তমানে ক্রেতার অভাবে তাদের ব্যবসা বন্ধ। ফলে তারা অন্য পেশায় চলে গেছেন।

ঘাটের হোটেল ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, ‘যানবাহন ও যাত্রী কমে যাওয়ায় দৌলতদিয়া ঘাট এখন লোকজনশূন্য। সকাল-সন্ধ্যা পুরো এলাকা নীরব থাকে। অনেকে পেশা পরিবর্তন করেছেন। কেউ কেউ নদীতে মাছ শিকার করছেন। আমার মতো অনেক হোটেল ব্যবসায়ী দোকান ছেড়ে দিয়েছেন।’ 

আরেক হোটেল ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘আগে যেখানে দিনে তিন-চার হাজার টাকা বেচাকেনা হতো এখন তা এক হাজারের নিচে নেমেছে। এমনও দিন যায় চার-পাঁচশ টাকা বেচাকেনা করতে কষ্ট হয়।’

ঘাট এলাকায় বন্ধ হয়ে গেছে শতাধিক খাবার হোটেল

ফেরিতে পণ্য ওঠানামানোর কাজ করেন নেকবার হোসেন। তিনি বলেন, ‘আগে দৌলতদিয়া ঘাট দিয়ে দিনে কয়েক হাজার পরিবহন যাতায়াত করতো। তা কয়েকশ ছোট পরিবহন যাতায়াত করে। এজন্য কাজ কমে গেছে। তবু লেগে আছি। অন্য কাজ পেলে এই কাজ ছেড়ে দেবো।’

স্বপ্নের পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া ঘাট দিয়ে যাত্রী ও পরিবহন যাতায়াত কমে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন। তিনি বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে দিনে সাত-আট হাজার যানবাহন পারাপার হতো। এখন দেড় হাজারের মতো যানবাহন পারাপার হয়। এই নৌপথে ছোট-বড় ১৮টি ফেরি থাকলেও বর্তমানে ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রী ও যানবাহন কমে যাওয়ায় বাকি ফেরিগুলো বসিয়ে রাখা হয়েছে।’

 

/এএম/
সম্পর্কিত
দৌলতদিয়া ঘাটে মানুষ ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি 
দায়িত্বে গাফিলতির কারণে ডুবে গিয়েছিল রজনীগন্ধা ফেরি, ১১ জন বরখাস্ত
২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে প্রায় ৫ কোটি টাকা টোল আদায়
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী