X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

৪ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন সেই স্মৃতি

রাজবাড়ী প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৯

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি ও গুজব ছড়ানোর অভিযোগে রাজবাড়ী মহিলা দলের সদস্য ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি ইসলাম চার মাস পর জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। এ সময় জেলা বিএনপি, ব্লাড ডোনার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সোনিয়া আক্তার স্মৃতির কারাগার থেকে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী নেকবর হোসেন মনি।

সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও রাজবাড়ী মহিলা দলের সদস্য।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে সোনিয়া আক্তার স্মৃতির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরদিন ৫ অক্টোবর তাকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ১০ অক্টোবর রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে স্মৃতির জামিনের আবেদন করা হয়। বিচারক কায়ছুন নাহার সুরমা জামিনের আবেদন নামঞ্জুর করেন।

২৬ অক্টোবর (বুধবার) দুপুরে পুনরায় স্মৃতির আইনজীবী তার জামিন আবেদন করলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন তার জামিন আবেদন নামঞ্জুর করে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

গত বছরের ৩১ অক্টোবর স্মৃতিকে জামিন দেন হাইকোর্ট। পরে এই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ বিষয়টি আমলে স্মৃতিকে আবার কারগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ চলতি বছরের ১৫ জানুয়ারি শুনানিতে আপিল বিভাগ রাজবাড়ীর স্মৃতির হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।

সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর পর তিন দফায় তার বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা এবং তার পাশে থাকার আশ্বাস দেন। অপরদিকে স্মৃতির শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করে রাজবাড়ী জেলা মুক্তিযুদ্ধ মঞ্চসহ বিভিন্ন সংগঠন।

/এনএআর/
সম্পর্কিত
নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা
মামলা থেকে অব্যাহতি পেলেন জবি শিক্ষার্থী খাদিজা
লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ৩ বছর: স্বাধীন তদন্তের দাবি
সর্বশেষ খবর
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ