X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

গাড়ি ভাঙচুর ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি, শিবিরের ২০ নেতাকর্মী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৫

গাজীপুর মহাসড়কে গাড়ি ভাঙচুর ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর বাসন থানার ভোগড়া এলাকার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জিএমপির উপ-কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের অলিউল্লাহর ছেলে মেহেদী হাসান (২৬), ভোলার মনপুরা উপজেলার উত্তরচর সাকুচিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আমিরুল ইসলাম আফনান (১৮), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশীনগর গ্রামের আব্দুল হালিমের ছেলে জায়েদ (১৯), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশোরা গ্রামের দুলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (১৯), নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াকান্দী গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোবাশ্বির ইমাম (১৯), নেত্রকোনার কমলাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের বুলবুল খানের ছেলে রাজু খান (১৮), শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার মোবারক হোসেনের ছেলে মুজাহিদ হাসান (১৮), একই উপজেলার শ্রীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে খালেদ বিন হোসাইন (১৯), নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল গ্রামের মৃত গোলাম মওলার ছেলে মেহেদি হাসান (১৯), ভোলা সদরের চরসামাইয়া গ্রামের সামসুউদ্দিনের ছেলে জিন্নাহ (১৯), কুমিল্লার চান্দিনা উপজেলার পিপুইয়া গ্রামের হোসাইন পাটোয়ারীর ছেলে জোবায়ের হোসেন (১৮), চৌগাছা উপজেলার জয়িলগাড়ি গ্রামের রেজাউল করিমের ছেলে রাইসুল ইসলাম (১৯), সাতকানিয়া উপজেলার সাতকানিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে সাদেকুল ইসলাম (১৮), মনপুরা উপজেলার চরযতীন গ্রামের আলাউদ্দিনের ছেলে আতাউল্লাহ আফফান (১৮), ফুলপুর উপজেলার পাগলা থানার আবু সাঈদের ছেলে ইয়াসিন আরাফাত (১৮), ড্যামুডা উপজেলার ড্যামুডা গ্রামের আব্দুল মতিনের ছেলে তাওহীদ (১৬), কাপাসিয়া উপজেলার রাওনাট গ্রামের মশিউর রহমানের ছেলে রকিব (১৬), গৌরনদী উপজেলার বার্থী গ্রামের কামাল হোসেনের ছেলে নাঈম হোসেন (১৬), ময়মনসিংহ সদর উপজেলার কাচারিবাজার গ্রামের আসলামের ছেলে আলী আজগর (১৬) এবং চন্দ্রগঞ্জ উপজেলার বিনোদনপুর গ্রামের শামসুল আলমের ছেলে মজিবুর রহমান (২৫)। তাদের কাছ থেকে ককটেল, উগ্রপন্থী বই, চাঁদা আদায়ের রশিদ ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়।

বাসন থানার ওসি সানোয়ার জাহান বলেন, ‘সম্প্রতি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমিরসহ শিবির নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকে কেন্দ্র করে ৬ ফেব্রুয়ারি রাত ১০টায় বাসন থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় গাড়িতে ইট ছুড়ে ভাঙচুর করে তারা। একপর্যায়ে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগে মামলা, শিক্ষক কারাগারে
নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন
আ.লীগের সাবেক প্রভাবশালী ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেফতার 
সর্বশেষ খবর
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
নারায়ণগঞ্জে অটোরিকশাচালককে হাত-পা বেঁধে হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে অটোরিকশাচালককে হাত-পা বেঁধে হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
দলের নাম পরিবর্তন করলেন ডেসটিনির রফিকুল আমীন
দলের নাম পরিবর্তন করলেন ডেসটিনির রফিকুল আমীন
অরুণাচলের সীমান্তবর্তী স্থানের চীনা নামকরণ প্রত্যাখ্যান ভারতের
অরুণাচলের সীমান্তবর্তী স্থানের চীনা নামকরণ প্রত্যাখ্যান ভারতের
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর