X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

দুই ঘণ্টা পর শ্রীপুরের তোয়ালে কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, ১৬:১৭আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৬:২৬

গাজীপুরের শ্রীপুরে তোয়ালে তৈরির কারখানার আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর পৌনে ৩টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার ওই কারখানায় আগুন লাগে।

আগুন নেভাতে গিয়ে কারখানার নিরাপত্তা কর্মী মিজানুর রহমান আহত হয়েছেন।

মাওনা ফায়ার স্টেশনের অফিসার ইফতেখার হোসেন রায়হান বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে বিসমিল্লাহ গ্রুপের শাহরিস কম্পোজিট কারখানায় আগুন লাগার খবর পাই। পরে ফায়ার শ্রীপুর তিন ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। কারখানার কক্ষে থাকা তুলায় ও সুতায় আগুন লেগে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। কাপাসিয়া ও জয়দেবপুর ফায়ার স্টেশনের আরও তিন ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।’

কারখানার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা প্রায় পৌনে এক ঘণ্টা পর কারখানায় পৌঁছায়। ততক্ষণে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে কারখানায় থাকা বিপুল পরিমাণ তুলা, সুতা ও মেশিনারিজ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার নিরাপত্তাকর্মী মিজানুর রহমান (৪০) আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান বলেন, ‘খবর পাওয়ার পর পরই আমরা ঘটনাস্থলে চলে যাই। তবে কারখানায় যাওয়ার রাস্তা সরু হওয়ায় ঘটনাস্থলে যেতে সমস্যা হয়। সেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতেও বিঘ্ন ঘটে।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ আরেফিন জানান, তিনটি ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে। তুলার আগুন নিভতে সময় লাগার কারণে ডাম্পিংয়ের কাজ চলছে।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫