X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আপা বলায় চটলেন চিকিৎসক, বললেন ম্যাডাম ডাকতে

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ মার্চ ২০২৩, ১৭:০৯আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৭:০৯

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসককে স্থানীয় এক সাংবাদিক ‘আপা’ ডাকলে ক্ষিপ্ত হয়ে ‘ম্যাডাম’ ডাকার পরামর্শ দিয়েছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই চিকিৎসকের নাম নিরুপমা পাল। তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও পদে কর্মরত আছেন তিনি।

চিকিৎসকের এমন আচরণে বিব্রত মানিকগঞ্জ জেলা সিভিল সার্জনও। বিষয়টি মীমাংসা হয়েছে জানিয়ে সিভিল সার্জন মোয়াজ্জেম আলী চৌধুরী জানান, ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হাসপাতালে ওই চিকিৎসকের ইন্টারভিউ নিচ্ছিলেন বিপ্লব শান্ত নামের স্থানীয় এক সাংবাদিক। এ সময় সাংবাদিক ওই চিকিৎসককে প্রশ্ন করেন, ‘আপা আপনার নাম কী?’ নিরুপমা পাল জানিয়ে চিকিৎসক উত্তেজিত হয়ে বলেন, ‘আপনি আমাকে আপা বলেছেন কেন।’

এ সময় পাশ থেকে আরেকজন জানতে চান, ‘তাহলে আপনাকে কী বলতে হবে ম্যাডাম’। তখন চিকিৎসক নিরুপমা পাল বলেন ‘হ্যাঁ অবশ্যই’। তখন সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘কেন আপনাকে ম্যাডাম বলতে হবে’। এ সময় ওই নারী চিকিৎসক পাশের একজনকে বলেন, ‘আচ্ছা উনি কেন আমাকে হ্যারাস করতেছে?’

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সিংগাইরে একটি মারামারির ঘটনায় আহতদের মেডিক্যাল সার্টিফিকেটে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে ওই চিকিৎসকের বিরুদ্ধে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে স্থানীয় কয়েকজন সাংবাদিক তার বক্তব্য জানতে হাসপাতালে গেলে এমন ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চিকিৎসক নিরুপমা পালের মোবাইল নম্বরে কল দিলে রিসিভ করেন তার স্বামী ডা. পার্থ । তিনি দাবি করেন, ভাইরাল ভিডিও নিয়ে তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। এ মুহূর্তে বিষয়টি নিয়ে কথা বলতে চান না।

মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম আলী চৌধুরী বলেন, ‘চিকিৎসকের রেগে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি জেনেছি। ভুল বোঝাবুঝি হয়েছে। ভবিষ্যতে যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না হয় এ জন্য ওই নারী চিকিৎসককে সে নির্দেশনা দেওয়া হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা