X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘ট্রাম্প প্রার্থী হয়ে যা বলেছিল, আমাদের দেশের ইউপি মেম্বাররাও এমন কথা বলে না’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ জুলাই ২০২৩, ২১:৫৩আপডেট : ২২ জুলাই ২০২৩, ২১:৫৩

বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘যে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রার্থী হয়ে বলেছিল, আমি যদি নির্বাচনে হেরে যাই ফলাফল মানবো না। অথচ আমাদের দেশের ইউনিয়ন পরিষদের মেম্বাররা এমন কথা বলে না। কিন্তু তারা আজকে আমাদেরকে গণতন্ত্রের সবক দেয়। আমাদের মুক্তিযোদ্ধাদের বাধা দেওয়ার জন্য যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এমনকি দেশ স্বাধীন হওয়ার পর আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করেছিলেন সে দিন বাধা দেওয়া হয়েছিল, বাংলাদেশকে যেন জাতিসংঘের সদস্য করা না হয়। তাদের কাছ থেকে আজকে সবক নিতে হয়, আমাদের গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হবে।’

শনিবার (২২ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সমরক্ষেত্র এলাকায় স্মৃতিসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘আমাদের গৌরবের ইতিহাসে কালিমা লেপন করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে। যারা একাত্তরের সময়ে আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারা এর হোতা। আমাদের স্বাধীনতাকে যারা পরাজয় হিসেবে ধরে নিয়েছে, সেই পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি বলে এই ষড়যন্ত্র করছে। তাই আমরা একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে পাক হানাদার বাহিনীকে পরাজিত করেছিলাম, আজকে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর ‍উত্তরাধিকার শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখবো।’

তিনি আরও বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং ও চেতনা জমা দেইনি। তাই আজকে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আজকে এই অপশক্তিকে মোকাবিলা করতে হবে। স্বাধীনতার পতাকাকে খামছে ধরার জন্য শকুনরা যেভাবে এগিয়ে আসছে, এদের মোকাবিলা করতে হবে।’

বিএনপিকে ইঙ্গিত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘তাদের অন্তর থেকে পাকিস্তানের কথা যায়নি। তারা পাকিস্তানের কথা ভুলতে পারেনি। ওদের অস্থিমজ্জায় পাকিস্তান আছে বলেই, তারা বলে পাকিস্তান দেশটি ভালো ছিল।’

বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মধ্যে অনেক বীর মুক্তিযোদ্ধা এখনো অসচ্ছল আছে, তাদের বাড়ি-ঘর করে দেওয়ার উদ্দেশে বীর নিবাস তৈরি হচ্ছে। যত বদ্ধভূমি আছে সেগুলো আমরা সংরক্ষণ করছি। যত ঐতিহাসিক জায়গা আছে সেগুলো সংরক্ষণ করছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
জিনিসপত্রের দাম কমায় মানুষ একটু স্বস্তিতে আছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
‘বঙ্গবন্ধু রাজাকারদের জেলে ভরেছিলেন, জিয়াউর রহমান মুক্তি দিয়েছেন’
দুই ভাগে রাজাকারের তালিকা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সর্বশেষ খবর
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত