X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ঘুরতে যাওয়ার পথে নিহত ৭ জনই গার্মেন্টকর্মী

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
২৫ আগস্ট ২০২৩, ১৭:০৮আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২০:২২

নরসিংদীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত সাত জন ও আহত সবাই সাভারের আশুলিয়ার এসবি নিটিং পোশাক কারখানার কর্মী। তারা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে একসঙ্গেই চলাফেরা করতেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) কারখানা ছুটি শেষে তারা কয়েকজন সহকর্মী মিলে মাইক্রোবাস ভাড়া করে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন। তাদের কয়েকজন এখন হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন, কারও লাশ মর্গে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিলেট থেকে ছেড়ে আসা দ্রুতগতির পাথরবোঝাই ট্রাক আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে পোশাককর্মীদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে সাত জন নিহত ও চার জন গুরুতর আহত হন। আহত চার জনের মধ্যে সাকি, পারভেজ ও দোয়েলের নাম পাওয়া গেছে। দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাস চালকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিহতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর গ্রামের আইয়ুব খানের ছেলে আল আমীন (২৭), কুষ্টিয়ার সদর উপজেলার খাজানগর গ্রামের নুরু মোল্লার ছেলে বাবুল মোল্লা (৪০), মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল (৩৭), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ধারাবর্ষা গ্রামের দুদু মিয়ার ছেলে রাজু আহাম্মেদ (৩৬), বরিশালের মুলাদি উপজেলার মুলাদি গ্রামের মজিবর সিকদারের ছেলে রায়হান সিকদার ওরফে আরিয়ান (২৪), ঝালকাঠির রাজাপুর উপজেলার পারগোপারপুর গ্রামের আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমীন হাওলাদার (২৯) ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের মোতাহের হোসেনের ছেলে মীর নাজমুল হক ওরফে সবুজ (৩০)।

এসবি নিটিং কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মীর শিহাব উদ্দীন জাকির জানান, মাইক্রোবাসটির চালক ও আরেকজন ছাড়া ৯ জনই তাদের প্রতিষ্ঠানের কর্মী। এর মধ্যে আট জনই প্রতিষ্ঠানের মার্চেন্ডাইজার ও একজন ফেব্রিকস সেকশনের স্টোরকিপার। কিছু দিন ধরেই তাঁরা সিলেটে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সে অনুযায়ী বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়া থেকে চালকসহ ১২ থেকে ১৩ জন ওই মাইক্রোবাসে চড়ে সিলেটের উদ্দেশে যাওয়ার পথে নরসিংদীর শিবপুরে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ জানান, ঘাসিরদিয়া এলাকায় অন্য একটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে পাথরবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলে আসে। এ সময় মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হন। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতের পর এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ছয় জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায় এবং পাঁচ লাশ উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক আরও দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত চার জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক মেহেদি হাসান জানান, হতাহত ছয় জনকে রাতেই হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে হাসপাতালে আনার পথে দুই জনের মৃত্যু হয়েছে। আহত অপর চার জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ কবির হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস ও পাথরবোঝাই ট্রাক জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে। ট্রাকের চালকও আটক আছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। নিহত সাত জনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। তাদের স্বজনেরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলো পিকআপ ভ্যান, নিহত ৩
বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় ২ জন আটক
সর্বশেষ খবর
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে: ফারুক
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে: ফারুক
রাতেই পাকিস্তান ছাড়বে রিশাদ-নাহিদরা: ফারুক
রাতেই পাকিস্তান ছাড়বে রিশাদ-নাহিদরা: ফারুক
বিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশবিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ