মাদারীপুর সদর উপজেলায় সজল শেখ (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার পশ্চিমরাস্তি এলাকায় এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য জানান।
আহত সজল সদর উপজেলার পূর্বরাস্তি গ্রামের মুন্নু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার ইকবাল মাতুব্বরের সেনেটারি মালামালের দোকানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সজল। সোমবার রাত ১০টার দিকে ব্যবসার কাজের হিসাব-নিকাশ করছিলেন। হঠাৎ পাঁচ থেকে সাত জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করা হয়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে সজলকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ওসি বলেন, ‘যুবকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনের নামও পাওয়া গেছে। ভুক্তভোগী বা তার স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’