X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘ছেলের হুমকিতে’ জীবনের নিরাপত্তা চাইলেন বাবা

গাজীপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৮

ছেলের হুমকিতে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়েছেন গাজীপুরের পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ। এজন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন তিনি। এসময় তার স্ত্রী ফাতেমা বেগম, মেজ ছেলে রুবেল ও ছোট ছেলে রাজিবুল হাসান রাজিব উপস্থিত ছিলেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে মহানগরীর মেঘডুবি এলাকায় ছোট ছেলে যুবলীগ নেতা রাজিবুল হাসান রাজিবের শ্বশুর বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আজিজুর রহমান শিরিষ কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, বড় ছেলে হুসেনুর রহমান রাসেল (৪৫) মাদকাসক্ত ও বিপথগামী। লেখাপড়া বাদ দিয়ে গত ১৫ বছর ধরে খারাপ মানুষের সঙ্গে মিশে বিভিন্ন অপরাধে জড়িয়ে গেছে রাসেল। রাসেল নেশা করতে করতে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। তার অত্যাচার-নির্যাতন থেকে বাদ যায়নি মেঘডুবি এলাকার অনেকেই। পারিবারিকভাবে তাকে শাসন করা হলেও দিনের পর দিন তার আচরণ মাত্রা ছাড়িয়ে চলেছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমিসহ স্ত্রী ফাতেমা, ছেলে রুবেল ও রাজিব ৪ জনই এখন বাড়ি ছাড়া। আমাদেরকে বিভিন্নভাবে হুমকি, ধমকি ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাড়িছাড়া করে এলাকায় ভীতিকর অবস্থা সৃষ্টি করেছে রাসেল। তার মারধর থেকে রেহাই পাননি আমার স্ত্রী ফাতেমাও। বর্তমানে আমি ও আমার পরিবার ভীতিকর ও অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি, আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ইতোমধ্যে ছেলে রাসেলের নামে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার ওসি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। আমি প্রশাসন ও সরকারের কাছে জীবনের নিরাপত্তা ও সম্মানহানি বন্ধে পদক্ষেপ চাই।

পূবাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান শিরিষ কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, আমি দীর্ঘ ৪৮ বছর পূবাইল এলাকার জনপ্রতিনিধি ছিলাম। আমার রাজনৈতিক প্রতিপক্ষ ও বিএনপির কিছু লোকের প্ররোচনায় ও আর্থিক সহযোগিতায় প্রভাবিত হয়ে রাসেল হেন কাজ নেই যেটা করছে না। নেশাখোর বিপথগামী সন্তান রাসেলকে বিভিন্ন প্রলোভনে আমার বিপক্ষে ব্যবহার করা হচ্ছে। আমার সন্তান রাসেল আমাকে সমাজ, এলাকা ও দেশের মানুষের কাছে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে ও অবস্থান ধ্বংস করতে নানা কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি এসব ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন।

গত ১৮ সেপ্টেম্বর পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়, জেলা প্রশাসক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন তার বড় ছেলে রাসেল। একই সময় রাসেল তার দুই ভাই মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাজিবুল হাসান রাজিব ও হোসাইনুর রহমান রুবেলের বিরুদ্ধেও অভিযোগ করেন।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!