X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

প্রেমে বাধা দেওয়ায় মাকে হত্যা: ভাড়াটে ২ খুনির মৃত্যুদণ্ড, মেয়ে ও তার প্রেমিকের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৩, ১৪:৪৯আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৪:৪৯

মানিকগঞ্জে মাহমুদা আক্তার (৪৫) হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় মানিকগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকার স্টেডিয়াম রোডের চাঞ্চল্যকর মাহমুদা আক্তার হত্যা মামলায় এই রায় দেওয়া হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি নুর বক্সকে খালাস দেওয়া হয়েছে।

নিহত মাহমুদা আক্তার মানিকগঞ্জ সদরের দক্ষিণ সেওতার স্টেডিয়াম এলাকার জহিরুল ইসলামের স্ত্রী।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আড়াকুল এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে রাকিব হোসেন ও নীলফামারীর জলঢাকা এলাকার পূর্ব গোলমুন্ডা এলাকার মমিনুর রহমানের ছেলে মাহাফুজার রহমান। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আড়াকুল এলাকার খোরশেদ আলমের ছেলে শফিউর রহমান নাঈম ও মানিকগঞ্জ সদরের দক্ষিণ সেওতা এলাকার জহিরুল ইসলামের মেয়ে জুলেখা আক্তার জ্যোতি। এর মধ্যে জুলেখা আক্তার জ্যোতি নিহত মাহমুদা আক্তারের মেয়ে।

এজাহারপত্রে জানা গেছে, মেয়ে জুলেখা আক্তার জ্যোতির বিয়েবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় ২০২০ সালের ২৩ জানুয়ারি সকালে প্রেমিকসহ ভাড়াটিয়া হত্যাকারীদের দিয়ে মা মাহমুদা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্বামী জহিরুল ইসলাম বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।

এরপর মামলায় জড়িত থাকার অভিযোগে রাকিব হোসেন (২৪), মাহাফুজার রহমান (২০), শফিউর রহমান নাঈম (২৫) ও জুলেখা আক্তার জ্যোতিকে (১৯) গ্রেফতার করা হয়। জ্যোতির পরিকল্পনা অনুযায়ী তার প্রেমিক নাঈম বাকি আসামিদের সঙ্গে দেড় লাখ টাকার বিনিময়ে চুক্তি করেন। সেই মোতাবেক ঘটনার আগের দিন বিকালে জ্যোতির কক্ষে গিয়ে অবস্থান করে নাঈমসহ মোট চার জন এবং সারারাত একই কক্ষে জ্যোতিসহ সবাই অবস্থান করেন। 

ঘটনার দিন সকালে নিহতের স্বামী হাঁটতে ও বাজার করতে বের হলে সব আসামিরা মাহমুদার কক্ষে গিয়ে দেখেন তিনি তিনি সেলাই মেশিনে কাজ করছেন। এ সময় মেয়ের সঙ্গে অপরিচিত লোকদের দেখে তিনি চিৎকারের চেষ্টা করলে জ্যোতি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং সব আসামিরা হত্যা করে লাশ খাটের ওপরে রেখে লেপ দিয়ে ঢেকে রেখে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম আল মামুন তদন্ত শেষে ওই চার জনকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ২১ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক দুইজনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুস সালাম রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী আমিনুর হক আকবর উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
নড়াইলে ভাই-ভাতিজার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
মুন্সীগঞ্জের ট্রিপল মার্ডার: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
মুন্সিগঞ্জে তিন খুন: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ