X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে কাভার্ডভ্যানে আগুন, চালকের সহকারীসহ দগ্ধ ২

গাজীপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৩, ১৬:৪৩আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৭:০৪

বিএনপির ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে গাজীপুরের কালীগঞ্জে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানে থাকা মিস্ত্রি এবং চালকের সহকারী দগ্ধ হয়েছেন। বুধবার (৮ নভেম্বর) ভোরে ঢাকা-বাইপাস সড়কে নগরীর গলান এলাকায় এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান জানান, গলান এলাকায় বুধবার ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। কাভার্ডভ্যানটি ফ্রেশ কোম্পানির পণ্য পরিবহন করে ঢাকা-বাইপাস সড়ক হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে সকাল ৬টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে কাভার্ডভ্যানটির অধিকাংশ পুড়ে গেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান বলেন, ‘ভোরে ঢাকা-বাইপাস সড়কের গলান এলাকায় ফ্রেশ কোম্পানির পণ্যবাহী একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় দুজন দগ্ধ হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’

এদিকে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বোর্ডঘর এলাকায় অভিযান চালিয়ে ‘নাশকতার’ প্রস্তুতিকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসহ ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সায়্যেদুল আলম বাবুল, গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান গোলাম রব্বানী, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন, মোকলেস মৃধা লিটন, জালাল উদ্দিন, মোহাম্মদ খোকন। এ সময় অন্যান্য নেতাকর্মীরা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বোর্ডঘর এলাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপি নেতাকর্মীরা। সংবাদ পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করে।

/কেএইচটি/
সম্পর্কিত
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনিকে আটক করলো ইসরায়েল
বঁটির কোপে দুই বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন, চাচি আটক
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বশেষ খবর
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলায় প্রতিবেদন ১০ জুন
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলায় প্রতিবেদন ১০ জুন
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা