X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আচরণবিধি লঙ্ঘন করায় গাজীপুরের দুই প্রার্থীকে শোকজ

গাজীপুর প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১০

গাজীপুর-৩ (শ্রীপুর-পিরুজালী-ভাওয়ালগড়-মির্জাপুর) আসনের দুই প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) ওই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি তাদের পৃথকভাবে এ নোটিশ দেয়।

একই সঙ্গে তাদের রবিবার (১৭ ডিসেম্বর) সশরীরে হাজির হয়ে বা প্রতিনিধির মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশ পাওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক রুমানা আলী টুসি এবং স্বতন্ত্র প্রার্থী গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এ আসনের বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। গাজীপুর-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির সভাপতি ও গাজীপুর তৃতীয় আদালতের সিনিয়র সহকারী জজ জাকির হোসাইন স্বাক্ষরিত পত্রে তাদের নোটিশ দেওয়া হয়।

ওই নোটিশে বলা হয়, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী নির্বাচনি এলাকার গাজীপুর ইউনিয়নের ধনুয়া হাজী বাজারে সভার মাধ্যমে প্রচারণা চালিয়েছেন। এ ছাড়া নির্বাচনি এলাকার অন্যান্য জায়গায় বিভিন্ন সময় তিনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালাচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেনকে দেওয়া অপর নোটিশে বলা হয়, একই দিন বিকাল তিনটায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন।

নোটিশে বলা হয়, রবিবার দুপুর ১২টায় মোহাম্মদ ইকবাল হোসেন অথবা তার মনোনীত প্রতিনিধিকে এবং একই দিন বিকাল তিনটায় অপর প্রার্থী রুমানা আলীকে অথবা তার মনোনীত প্রতিনিধিকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সশরীরে উপস্থিত হয়ে কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হলো।

/কেএইচটি/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ