X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

২২৫৪ যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ওরসে যাবে বিশেষ ট্রেন

রাজবাড়ী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদে ১২৩তম ওরসে যোগ দিতে আন্তঃদেশীয় বিশেষ ‘ওরস স্পেশাল ট্রেন’ আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ১মিনিটে ছাড়বে। ২২৫৪ জন ওরস যাত্রী নিয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে ট্রেনটি।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ জানান, ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুরে ১২৩তম বার্ষিক পবিত্র ওরস শরিফ আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে মেদিনীপুর জোড়া মসজিদে উদযাপিত হবে। ওরস উপলক্ষে আঞ্জুমান-ই-কাদেরিয়া বাংলাদেশের এক হাজার ৩১৬ পুরুষ, ৮৫৬ জন নারী ও ৮২ জন শিশুসহ মোট ২২৫৪ জন ওরস যাত্রী নিয়ে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি রাত ১০টা ১মিনিটে বিশেষ ট্রেনটি লিডার মাহবুব-উল-আলম দুলালের নেতৃত্বে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভারতের মেদিনীপুরের উদ্দেশে ছেড়ে যাবে। ওরস শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি ট্রেনটি রাজবাড়ী ফিরবে।

আব্দুল আজিজ বলেন, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরস স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। তবে করোনাভাইরাসের কারণে ২০২১ ও ২২ সালে ওরস স্পেশাল ট্রেন যায়নি। আঞ্জুমান-ই-কাদেরিয়া উভয় সরকারের কাছে কৃতজ্ঞ। একই সময়ে উক্ত ওরস খানকায়ে কাদেরিয়া বড় মসজিদ রাজবাড়ীতেও হবে।

রাজবাড়ীর রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ এবং ভারত সরকারের রেলওয়ে বিভাগের ব্যবস্থাপনায় ২৪টি বগির একটি বিশেষ ট্রেন বরাদ্দ করা হয়েছে। ‘ওরস স্পেশাল ট্রেন’ এর যাত্রা উপলক্ষে  রাজবাড়ী রেলস্টেশন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
চাবাহার বন্দর: ভারত-ইরান চুক্তির পর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১৪
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সর্বশেষ খবর
পেরুতে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত
পেরুতে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত
আলাভেসকে বিধ্বস্ত করে যে রেকর্ড গড়েছে রিয়াল
আলাভেসকে বিধ্বস্ত করে যে রেকর্ড গড়েছে রিয়াল
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
বিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
যুগপৎ ধারায় আসবে নতুন কর্মসূচিবিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান