X
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
২৯ মাঘ ১৪৩১

আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৭

মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের বকুলতলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ইউনিয়নের বকুলতলা উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ইউনিয়নের সোলারচর গ্রামের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার লোকজনের সঙ্গে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন সরকারের লোকজনের এলাকায় আধিপত্য নিয়ে পূর্ববিরোধ চলছিল।

সেই বিরোধের জের ধরে বকুলতলা উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার অনুসারী হানিফ দেওয়ান ও শামিমের নেতৃত্বে বেলা ১২টার দিকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেনের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় ও গুলিবর্ষণ করে।

এতে আলী হোসেনের অনুসারী শাকিল (২২),জুয়েল (২৫) ও আয়নাল (৩৫) নামের তিন যুবক গুলিবিদ্ধ হন। আহত হন আরও ৭ জন।

গুলিবিদ্ধ তিন জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য শাকিল ও জুয়েলকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বশাক জানান, হাসপাতালে আহত অবস্থায় ৬ জনকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ২ জনের শরীরে ছোড়া গুলির চিহ্ন পাওয়া গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার জের ধরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেনের লোকজন ওই গ্রামের প্রতিপক্ষের পাঁচটি দোকান ভাঙচুর করে ও ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে।

হামলার বিষয়ে আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া বলেন, ‘আমাদের সমর্থকদের প্রায় ৭টি দোকান ভাঙচুর করে ও প্রায় ২০টি ককটেল বিস্ফোরণ করে প্রতিপক্ষের আলী হোসেনের লোকজন হামলা চালায়। এতে আমাদের ৪-৫ জন আহত হয়েছে। তবে গোলাগুলির বিষয়ে আমি জানি না।’

আধারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন সরকার বলেন, ‘বকুলতলা এলাকায় সুরুজ মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জুয়েল, শাকিল ও আয়নাল নামের ৩ জন গুলিবিদ্ধ হয়। আহত হয়েছেন আরও কয়েকজন। তবে তাদের দোকান ভাঙচুরের বিষয়টি আমার জানা নেই।’

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

/কেএইচটি/
সম্পর্কিত
৯৯৯ নম্বরে ফোন, ‘পুলিশের সামনে’ মারধরে আহত যুবকের হাসপাতালে মৃত্যু
বাড়িতে না থাকায় রক্ষা পেলো ছোট মেয়েআগুনে গেলো মা-বাবার প্রাণ, হাসপাতালে কাতরাচ্ছেন দুই সন্তান
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা, বিএনপির ৪ নেতাকর্মী আহত
সর্বশেষ খবর
যমুনা গ্রুপের বোলিং প্রতিযোগিতায় লাইফস্টাইল চ্যাম্পিয়ন
যমুনা গ্রুপের বোলিং প্রতিযোগিতায় লাইফস্টাইল চ্যাম্পিয়ন
দিনদুপুরে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে চুরি
দিনদুপুরে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে চুরি
সেন্টমার্টিনের প্রতিবেশ রক্ষায় অভিযান শুরু
সেন্টমার্টিনের প্রতিবেশ রক্ষায় অভিযান শুরু
১০ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে
১০ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে
সর্বাধিক পঠিত
শুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
শ্রমিকদের অসন্তোষ, যাত্রীদের দুর্ভোগশুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
বাড়িতে আগুনের পর কাফির আক্ষেপ‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক
মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আটক
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আটক
বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত
বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত