X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

আল-হেরা হাসপাতালে ভুল অপারেশনে শিশুর মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২৪, ১৯:৩১আপডেট : ১০ মার্চ ২০২৪, ২০:০৯

নারায়ণগঞ্জ শহরের আল-হেরা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় মো. মোস্তাকিম (৮) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। টনসিলের অপারেশনের পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

রবিবার (১০ মার্চ) সকালে শহরের খানপুর এলাকার ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) শিশুটির লাশ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়। 

মোস্তাকিম সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার স্বজনরা জানান, শনিবার (৯ মার্চ) বিকালে মোস্তাকিমকে আল-হেরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৬টায় তার টনসিল অপারেশন করান চিকিৎসক। রবিবার সকালে অপারেশন থিয়েটারে লাশ দেখতে পান স্বজনরা। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে অভিযোগ দেন।

ভুল চিকিৎসায় ছেলের মৃত্যু হয়েছে জানিয়ে বাবা রমজান আলী বলেন, ‘আল-হেরা হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন আমার ছেলের টনসিলের অপারেশন করেছেন। শনিবার রাতে অপারেশন হয়েছে। রবিবার সকাল পর্যন্ত কোনও খোঁজখবর না পেয়ে অপারেশন থিয়েটারে গিয়ে দেখি ছেলের লাশ পড়ে আছে। এ সময় হাসপাতালে কোনও চিকিৎসক-নার্সকে খুঁজে পাইনি। ভুল চিকিৎসায় আমার ছেলের মৃত্যু হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।’

তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালের কর্মকর্তা কবির হোসেন বলেন, ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়নি। রবিবার রাতে শিশুটির টনসিলের অপারেশন করা হয়েছিল। অপারেশনের পর স্বজনদের বলা হয়েছিল তরল খাবার খাওয়ানোর জন্য। তারা সকালে তরল খাবারের সঙ্গে কেক খাওয়ান। এজন্য মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। তবে ভুল চিকিৎসায় শিশুটি মারা গেছে কিনা, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে।’

আল-হেরা জেনারেল হাসপাতালের লাইসেন্স আছে কিনা এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, ‘লাইসেন্স রয়েছে। তবে গত বছর লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। যাচাই-বাছাই করে লাইসেন্স নবায়নের কাগজ দেওয়া হবে তাদের। তবে এটিকে অবৈধ বলা যাবে না।’

সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস মৃধা বলেন, ‘জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে হাসপাতালে এসে রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তাদের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এএম/
সম্পর্কিত
ভাটারায় ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
নোয়াখালীতে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, প্রাণ গেলো একজনের
বড় ভাইয়ের মৃত্যুর ১০ মিনিট পর ছোট ভাইয়ের মৃত্যু
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নুরা আল-আশির ‘ভাই হারানোর বেদনা’
সমকালীন ফিলিস্তিনি গল্পনুরা আল-আশির ‘ভাই হারানোর বেদনা’
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ