X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘ভুয়া স্টিকার’ লাগিয়ে বাড়ানো হয় মেয়াদ, ৪৯ লাখ টাকার খেজুর জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ মার্চ ২০২৪, ১৭:০৫আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৭:২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে দুটি কোল্ড স্টোরেজে মজুত রাখা প্রায় ৪৯ লাখ টাকার খেজুর উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এর মধ্যে প্রায় ২১ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ খেজুর রয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

খেজুর মজুত রাখা প্রতিষ্ঠান দুটি হলো মৌসুমী এন্টারপ্রাইজ ও মদিনা এন্টারপ্রাইজ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালাম অভিযানের নেতৃত্ব দেন । এ সময় ভোক্তা অধিকারের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারিক হোসেনের মালিকানাধীন মৌসুমী এন্টারপ্রাইজ নামের একটি কোল্ড স্টোরেজে ১৪ মেট্রিক টন মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত রাখা ছিল। ২০২৩ সাল পর্যন্ত খেজুরগুলোর মেয়াদ ছিল। ভুয়া স্টিকারের মাধ্যমে মেয়াদ বাড়িয়ে এগুলো বাজারজাতকরণের পরিকল্পনা ছিল তাদের। এই খেজুরের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ ৬৬ হাজার টাকা। খেজুরগুলো জব্দ করা হয়েছে।’

‘অপরদিকে, জিলানীর মালিকানাধীন মদিনা এন্টারপ্রাইজ নামের কোল্ড স্টোরেজ থেকে মজুত রাখা ১৭ মেট্রিক টন খেজুর উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা। এই খেজুরের মেয়াদ থাকলেও পণ্য ক্রয়-বিক্রয় সংক্রান্ত যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি। এ কারণে এই খেজুরগুলোও জব্দ করা হয়েছে।’

কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশে খেজুর মজুত করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘রমজানের সময়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য তারা খেজুরগুলো মজুত করে রেখেছিল। আমরা খেজুরগুলো সিল করে দিয়েছি। এখনও পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বেশি দামে ফ্যান বিক্রি করায় ৫৫ হাজার টাকা জরিমানা
রেস্তোরাঁয় বিচ্ছিন্নভাবে কোনও অভিযান হবে না
‘অভিযানে নামলে পণ্যের দাম কমে, চলে আসার পর বেড়ে যায়’
সর্বশেষ খবর
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে