X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলেও বাংলাদেশে কোনও প্রভাব পড়বে না’

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ মার্চ ২০২৪, ২২:৫৫আপডেট : ২৩ মার্চ ২০২৪, ২২:৫৫

ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আজ কিংবা কাল ট্রেনে উঠবে। আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে। ভারত থেকে পেঁয়াজ আসা নিয়ে কোনও রকম সমস্যা আছে বলে আমার জানা নেই।’

শনিবার (২৩ মার্চ) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রতিমন্ত্রীসহ টাঙ্গাইলের ছয় জন সংসদ সদস্যকে সংবর্ধনা ও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভায় অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বাজারে স্বাভাবিক বেচাকেনায় বাণিজ্য মন্ত্রণালয়ের কোনও রকম পুলিশের তৎপরতা বা ম্যাজিস্ট্রেসি তৎপরতার প্রয়োজন নেই। আমি মনে করি, বাজারে যথেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ আছে এবং দামও যৌক্তিক পর্যায়ে আছে। বাজার তার আপন গতিতেই চলবে। ৫-১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও কেউ যদি মজুত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

চালের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘চাল খাদ্য মন্ত্রণালয়ের বিষয়। এ কারণে আরেক মন্ত্রণালয়ের বিষয়ে কোনও কিছু বলা ঠিক হবে না।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনের দুই মাসের মধ্যে রমজান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের সময় ব্যবসায়ীদের উৎসাহী করেছিলেন, যাতে প্রচুর পরিমাণ পণ্যের আমদানি দেশে থাকে। সেই জায়গা খেয়াল করে আমরা পণ্যের সরবরাহ নিশ্চিত করতে পেরেছি।’

টিসিবির কার্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘করোনার সময় তালিকা করা হয়েছিল। তারপর অনেকে স্থানচ্যুত হয়েছেন। জেলা প্রশাসনের নেতৃত্বে জনপ্রতিনিধিদের সহযোগিতায় আবার তালিকা করা হবে। সেখানে নিম্নমধ্যবিত্তের মানুষ ও ইমাম-মুয়াজ্জিন-খাদেমদের অগ্রাধিকার দেওয়া হবে। ডিলারদের স্থায়ী দোকানে স্থানান্তর করা হবে। সেই দোকানে যাতে এক মাসের টিসিবির পণ্য মজুত রাখতে পারে, সেটি নিশ্চিত করা হবে। প্রয়োজনে টিসিবির তালিকায় পণ্য বাড়ানো হবে।’

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অনুপম শাজাহান জয়।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আশরাফুজ্জামান (স্মৃতি)।

/এএম/
সম্পর্কিত
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
সর্বশেষ খবর
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!