টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার কদমতলী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কদমতলী এলাকার জুলহাস মিয়ার ছেলে বাদশা মিয়া ও কাশতলা গ্রামের জুয়েল। তারা দুই জনই মোটরসাইকেল আরোহী ছিলেন।
ঘাটাইল থানার এসআই বেলাল হোসেন জানান, মোটরসাইকেলে তিন আরোহী ছিলেন। কদমতলী এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন মারা যান। এ ছাড়া আরেকজনকে কালিহাতী হাসপাতালে নেওয়ার পর মারা যান। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।